img

নাটোরের বড়াইগ্রামে একটি তেল পাম্পে দাড়িয়ে থাকা বাসে দূর্বৃত্তরা আগুন দিলে তিনটি বাস পুড়ে যায়। সোমবার ভোররাত ৪.৩০ এর দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী তেল পাম্পে ওই ঘটনা ঘটে।

তেল পাম্পে রাতের শিফটে থাকা কর্মচারী নাজমুল হোসেন বলেন, পাম্পে জিএম এবং আরকেআর কম্পানির ২০টির মতো বাস রাখাছিল। জিএম পরিবহনের একটি বাস সোয়া চারটা দিকে পাম্প থেকে নিয়ে যায়।

এরপর পরই পেছনের দিকে রাখা জিএম পরিবহন থেকে ধোয়া দেখা যায়। সেখানে এগিয়ে যেতেই আগুন ধরে যায়। এসময় নিজেরা চেষ্টার পাশাপাশি বনপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে তিনটি বাস পুড়ে যায়।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশের টিম কাজ শুরু করেছে।

এই বিভাগের আরও খবর