img

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘গাজা উপত্যকায় ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে এবং গাজার মানুষের জন্য যে দুর্ভোগ চাপিয়ে দিয়েছে তাতে তাদের জন্য মানবিক ত্রাণ পাঠানো রাশিয়ার পবিত্র দায়িত্ব।’ ভিডিও লিঙ্কের মাধ্যমে রাশিয়ার মন্ত্রিসভার বৈঠকে পুতিন গতকাল বুধবার এসব মন্তব্য করেছেন।

পুতিন বলেছেন, ‘এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানবিক, মহৎ মিশন। চলমান যুদ্ধে ক্ষতিগ্রস্ত লোকজনকে সাহায্য করতে হবে।’ এদিন তিনি আরও বলেন, ‘গাজার বেসামরিক লোকজনের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য জরুরি ত্রাণ সামগ্রী পাঠানোর বিষয়ে মস্কোর নৈতিক দায়িত্ব রয়েছে।’ 

এর একদিন আগে ব্রিকস নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন বলেন, ফিলিস্তিনি শিশুদের অ্যানেসথেশিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে- এমন ভিডিও দেখে তিনি মর্মাহত হয়েছেন।

ব্রিকস অনলাইন শীর্ষ সম্মেলনে পুতিন আরও বলেন, ‘গাজার হাজারো মানুষের মৃত্যু, বেসামরিক জনগণের ব্যাপকভাবে উদ্বাস্তু হওয়া এবং সেখানে যে মানবিক বিপর্যয় শুরু হয়েছে তা গভীর উদ্বেগের কারণ। পুতিন বলেন, "যখন আপনি দেখবেন অ্যানেসথেশিয়া ছাড়া কোনো শিশুর অপারেশন করা হচ্ছে তখন তা অবশ্যই বিশেষ অনুভূতি জাগাবে।’ 

গাজায় গত এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৩০ হাজারের বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। 

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। তাদের দাবি, মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে নিহত হয়েছে ১২০০জন। আহত তিন হাজারের বেশি। সেইসঙ্গে ২৪০ জনকে জিম্মি করে হামাসের যোদ্ধারা। এরপর থেকেই গাজায় হামলা চালিয়েছে যাচ্ছে ইসরায়েল।  

এই বিভাগের আরও খবর