img

চলমান চারদিনের যুদ্ধবিরতির মধ্যেই অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে আল জাজিরা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানায়, শনিবার জেনিনে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে।

এছাড়া শনিবার ভোরে জেনিনের কাছে কাবতিয়া এলাকায় ২৫ বছর বয়সী একজন ফিলিস্তিনি চিকিৎসককে হত্যা এবং রামাল্লার নিকটবর্তী স্থানে আরও এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান আরও বৃদ্ধি পেয়েছে। গত দেড় মাসে এই অঞ্চলে ৫২ শিশুসহ অন্তত ২২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরও অনেক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সৈন্যরা।

এই বিভাগের আরও খবর