মন্দিরে গরুর অন্ডকোষ নিক্ষেপ, জেলা প্রশাসকের কঠোর হুশিয়ারী

ঢাকার কেরানীগঞ্জে দুর্গাপূজা মন্দিরে গরুর অন্ডকোষ নিক্ষেপ অভিযোগে ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২১ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ব্রাহ্মণগাঁও দুর্গাপূজা মন্দিরে গরুর অন্ডকোষ দেখতে পায় স্থানীয়রা।
এ ঘটনায় থানায় অভিযোগ করে হিন্দু সম্প্রদায়ের লোকজন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা গ্রামের আক্কাস মিয়ার ছেলে কসাই মো. সুজন, একই গ্রামে নুর হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব, নেছাব উদ্দিনের ছেলে ইব্রাহিম ও বাপ্পির ছেলে রিপন হোসেন গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি রাকিব ও রিপন অটোরিকশা দিয়ে যাওয়ার সময় গরুর দুটি অন্ডকোষ উক্ত মন্দিরের দিকে নিক্ষেপ করে। ১টি অন্ডকোষ মন্দিরে ও ১ টি অন্ডকোষ মন্দিরের গেটে পড়ে। পরবর্তীতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাত চারটার দিকে কসাই ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করে।
কেরানীগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্ডপে ভক্তদের সাথে কথা বলে জানা যায় তাদের কোনো অভিযোগ নেই, প্রশাসন ও পুলিশ তড়িৎ ও যথাযথ ব্যবস্থা নিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ওসি মোহাম্মদ শাহজামান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শনিবার ভোর দিকে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করি। মামলা প্রক্রিয়াধীর রয়েছে বলে জানান তিনি।
তবে স্বস্তির বিষয় হইল, তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিম ঘটনাস্থলে ছুটে যান এবং আশ্বস্ত করেন স্থানীয় বাসিন্দাদের। সেইসঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনারও নির্দেশ দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, আমরা সার্বক্ষণিক সচেতন আছি এবং এই ধরনের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এবিষয়ে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হবে। এ ধরনের ঘটনা যদি কেউ ভবিষ্যতে না ঘটায় বা জড়িত থাকে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে হুশিয়ারী দেন।