ইনস্টাগ্রামে অর্ধকোটির মাইলফলক তানজিন তিশার

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ইনস্টাগ্রামে ৫০ লাখ অনুসারী পেয়েছেন তানজিন তিশা। কেক কেটে দিনটা উদযাপন করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। সেই ছবি ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করে রীতিমতো উচ্ছ্বাসও প্রকাশ করেছেন। তাঁর এই উচ্ছ্বাসের সূত্র ধরে ‘রংবেরং’ খুঁজে বের করল বাংলাদেশের শোবিজের সেরা ১০ জনকে, ইনস্টাগ্রামে যাঁদের অনুসারী সবচেয়ে বেশি। সঙ্গে আছে সারা দুনিয়ার শোবিজ তারকাদের খোঁজখবরও
সামাজিক যোগাযোগ মাধ্যমে কার কত জনপ্রিয়তা, বিশ্বজুড়ে সেটা মাপা হয় ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা দিয়ে। অঞ্চলভেদে বিভিন্ন যোগাযোগ মাধ্যমের কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি ‘নোনা পানি’জনপ্রিয়তা লক্ষ করা যায়। যেমন—বাংলাদেশে ফেসবুক এবং ভারত-পাকিস্তানে এক্স [সাবেক টুইটার] ব্যবহারকারীর সংখ্যা বেশি। শোবিজ তারকাদের কাছে ফেসবুক-টুইটারের চেয়েও বেশি জনপ্রিয় ইনস্টাগ্রাম।
সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি মূলত ছবি ও ভিডিও শেয়ারিংয়ের, সে কারণেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তারকারা। একই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কার কত জনপ্রিয়তা, বিশ্বজুড়ে সেটা মাপা হয় ইনস্টাগ্রামের অনুসারীর সংখ্যা দিয়ে।
কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি ‘নোনা পানি’এ মুহূর্তে ব্যক্তিগত কারণে তুমুল আলোচনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অথচ এ মাসের শুরুতে [৫ নভেম্বর] নীরবে ইনস্টাগ্রামে পাঁচ মিলিয়ন [৫০ লাখ] অনুসারীর মাইলফলকে পৌঁছেছেন এই অভিনেত্রী।
ইনস্টাগ্রামের লোগোসংবলিত বিশেষ কেক সামনে নিয়ে বসেছেন অভিনেত্রী, এক পাশে ‘৫’, আরেক পাশে মিলিয়ন-এর ‘এম’ শব্দ বসিয়েছেন। সেই ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম ও ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। গতকাল বিকেল পর্যন্ত তাঁর অনুসারীর ৫০ লাখ ৩৩ হাজার ২০০ জন। ২০১৫ সালে ইনস্টাগ্রামে প্রথম ছবি শেয়ার করেছিলেন, এ পর্যন্ত পোস্ট করেছেন এক হাজার ৬০১টি।
তিশার অনুসারী যখন ৪০ লাখ পার করেছিল, তখন ভক্তদের সঙ্গে কেক কেটে বিশেষ ক্ষণটি উদযাপন করেছিলেন। তবে তিশার আগে এ বছরের মার্চে প্রথম বাংলাদেশি তারকা হিসেবে পাঁচ মিলিয়ন ক্লাবে প্রবেশ করেছিলেন মেহজাবীন চৌধুরী। শুধু শোবিজ নয়, ক্রীড়াঙ্গনের তারকা এবং যেকোনো প্রতিষ্ঠানের অনুসারীর চেয়েও যোজন যোজন দূর এগিয়ে ‘বড় ছেলে’ অভিনেত্রী। গতকাল বিকেল পর্যন্ত তাঁর অনুসারীর সংখ্যা ছিল ৫২ লাখ ৩৬ হাজার ৬০২ জন। মজার বিষয় হলো, মার্চে মেহজাবীন যখন অর্ধকোটি অনুসারীর দেখা পেলেন, তিশার অনুসারী ছিল তখন ৪৭ লাখ ২৩ হাজার।
ইনস্টাগ্রামে প্রথম আট বছরে মাত্র ৫০৭টি পোস্ট করেছিলেন তিশা, গত আট মাসে সেই তিশা করেছেন এক হাজার ৯৪টি পোস্ট!
২০১২ সালে ইনস্টাগ্রামে প্রথম ছবি পোস্ট করেন ‘সাবরিনা’ অভিনেত্রী। এ পর্যন্ত পোস্ট করেছেন দুই হাজার ৩৭৪টি। অর্ধকোটি অনুসারী পাওয়ার পর গত আট মাসে খুব একটা অনুসারী বাড়েনি তাঁর, এ সময়ে পোস্টও করেছেন মাত্র ১১৮টি। ইনস্টাগ্রামে অর্ধকোটি অনুসারী পেলেও গত বছর জুলাইয়ে ফেসবুকে কোটি অনুসারী জুটিয়েছেন তিনি। এখনো এক কোটির ঘরেই আছেন।
তৃতীয় স্থানে দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী-গায়িকা নুসরাত ফারিয়া। তাঁর অনুসারী ৪০ লাখ ৪৩ হাজার। এ পর্যন্ত পোস্ট করেছেন চার হাজার ২৯২টি। ইনস্টাগ্রামে বেশ অ্যাকটিভ তিনি। ফারিয়ার পরেই আছেন কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি ‘নোনা পানি’বিদ্যা সিনহা মিম। অভিনেত্রীর অনুসারী ৩৬ লাখ ৯৪ হাজার। পঞ্চম স্থানে আছেন গায়ক-অভিনেতা তাহসান, তাঁর অনুসারী ৩৩ লাখ ১৪ হাজার।
সেরা দশে আরো আছেন সিয়াম আহমেদ [৩২ লাখ ৩১ হাজার], দিলারা হানিফ পূর্ণিমা [৩২ লাখ ৩০ হাজার], অষ্টম স্থানে আছেন সাবিলা নূর [৩১ লাখ ৪১ হাজার], নবম জয়া আহসান [৩০ লাখ ৫৩ হাজার], দশম স্থানে শবনম ফারিয়া [২৭ লাখ ৮০ হাজার]।
তাহসান, পূর্ণিমা, জয়া আহসান, শবনম ফারিয়াদের অবস্থানে কমবেশি নড়চড় হয়েছে। সাবিলা নূর যেমন গত বছর সেরা ১৫-তেও ছিলেন না, এখন তিনি উঠে এসেছেন অষ্টম স্থানে।
সেরা দশের বাইরে আছেন গায়িকা-অভিনেত্রী সাবরিনা পড়শী [২৫ লাখ ১৪ হাজার], গায়ক ইমরান মাহমুদুল [২২ লাখ ৬৯ হাজার], অভিনেত্রী তাসনিয়া ফারিণ [২১ লাখ ৪৭ হাজার], অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা [১৫ লাখ ৭৫ হাজার], মোশাররফ করিম [১৩ লাখ ৩৬ হাজার], সামিরা খান মাহি [১২ লাখ ৪৯ হাজার], জিয়াউল ফারুক অপূর্ব [আট লাখ ৭৯ হাজার], আফরান নিশো [সাত লাখ ১১ হাজার]।
চঞ্চল চৌধুরী ও শাকিব খান ইনস্টাগ্রামে ভেরিফায়েড হয়েছেন ২০২০ সালে। তাঁদের অনুসারীর সংখ্যা যথাক্রমে দুই লাখ ৫১ হাজার ও তিন লাখ সাত হাজার। অন্যদিকে অপু বিশ্বাস ও পরীমনির মতো জনপ্রিয় অভিনেত্রীর ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্ট নেই।
ইনস্টাগ্রামে পুরো পৃথিবীর মানুষ যাঁকে সবচেয়ে বেশি অনুসরণ করে তিনি একজন ফুটবলার—ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ তারকার অনুসারী ৬১ কোটি ২১ লাখ ৩৪ হাজার। আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি আছেন দ্বিতীয় স্থানে। তাঁর অনুসারী ৪৯ কোটি ২৬ লাখ ১৭ হাজার। তালিকার তিন নম্বরে আছেন শোবিজের একজন—গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। তিন থেকে ১২ নম্বর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে শোবিজ তারকাদেরই দখলে। এই তালিকায় আছেন যথাক্রমে আরিয়ানা গ্রান্দে, কিম কার্দাশিয়ান, বিয়ন্সে, ক্লোয়ি কার্দাশিয়ান, কেন্ডাল জেনার, জাস্টিন বিবার, টেইলর সুইফট।