img

বিশ্বকাপের সবচেয়ে আলোচিত চরিত্র এখন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে তাঁর সেই অতিমানবীয় কীর্তির পরই অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে বাংলাদেশের। স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে, সেই ম্যাচে শরীরের বিরুদ্ধে একরকম লড়াই করে ব্যাট চালিয়ে যাওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার আজ বাংলাদেশের ম্যাচে থাকবেন তো!

অস্ট্রেলিয়ার স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি গতকাল পুনেতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে ব্যাপারে অবশ্য নিশ্চয়তা দিতে পারেননি, ‘সেদিনের ম্যাচের ধকল কাটানোর চেষ্টায় আছে সে গত কয়েক দিন ধরেই। আজকের দিনটাও গুরুত্বপূর্ণ।

আজ সে মাঠে আসেনি। শেষ পর্যন্ত সে কেমন অনুভব করে তার ওপর আসলে নির্ভর করছে তার খেলা না খেলা।’

 

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা যেহেতু সকালেই। ম্যাক্সওয়েলের ব্যাপারে কোচিং স্টাফ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাই হয়তো গত রাতেই।

তবে অস্ট্রেলিয়ার দিক থেকে চিন্তা করলে এ ম্যাচে দলের সেরা তারকাকে খেলানোর ঝুঁকি তাদের নেওয়ার কথা নয়। যেহেতু সেমিফাইনাল এরই মধ্যে নিশ্চিত। আগামী ১৬ নভেম্বর কলকাতায় নামছে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাক্সওয়েলকে সে ম্যাচের জন্য তৈরি রাখাটাই বরং যৌক্তিক।

ভেট্টরি স্পষ্ট করে না বললেও অবশ্য তেমনই ইঙ্গিত তাঁর কথায়, ‘আমাদের সেমিফাইনালের দিন তারিখ তো ঠিক হয়ে আছে। সেটাও আমাদের মাথায় আছে। ও বেশ কিছু দিন বাইরে থেকেও খুব দ্রুতই আবার মানিয়ে নিতে পারে। সেরকম রেকর্ড ওর আছে। তো দেখা যাক।

ম্যাক্সওয়েলকে নিয়ে এই অপেক্ষায় ডাক্তারের সিদ্ধান্ত বা কোনো ফিটনেস টেস্টের ব্যাপার নেই, ভেট্টরি সেটাও নিশ্চিত, ‘না, না ও নিজে কেমন বোধ করছে, তার ওপর নির্ভর করছে সব।’ আগের ম্যাচে না খেলা স্টিভেন স্মিথের এ ম্যাচে ফেরার কথা। ওদিকে তিন পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজেলউডের একজনকেও আজ বিশ্রামে রাখতে পারে অস্ট্রেলিয়া। সে ক্ষেত্রে শট অ্যাবট খেলতে পারেন আজকের ম্যাচে। 

সূত্র : এএফপি

এই বিভাগের আরও খবর


সর্বশেষ