img

আইকনিক জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার ‘টাইগার ৩’ প্রেক্ষাগৃহে বজ্রপাত ঘটাতে প্রস্তুত। ইতিমধ্যে সিনেমাটি ঘিরে দর্শক উন্মাদনা চোখে পড়ার মতো। ধারণা করা হচ্ছে, এবার বক্স অফিসের সব হিসাব-নিকাশ বদলে নতুন রেকর্ড করবেন সালমান খান। জানা যাচ্ছে, মুক্তির আগেই ‘টাইগার ৩’ ইতিমধ্যে রেকর্ড বইয়ে তার নাম খোদাই করেছে।

সিনেমাটি যশরাজ স্পাই ইউনিভার্সের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অ্যাকশন সিকোয়েন্স নিয়ে নির্মিত হয়েছে।

 

মনীশ শর্মার পরিচালনায় বহুল প্রত্যাশিত ফিল্ম ‘টাইগার ৩’-এ দুর্দান্ত ১২টি অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যা স্পাই মহাবিশ্বে সর্বোচ্চ সংখ্যার রেকর্ড। ট্রেলারটি ইতিমধ্যে অ্যাকশন দৃশ্যগুলোর উত্তেজনাপূর্ণ আভাস দিয়েছে, যাতে মুখোমুখি তীব্র লড়াই, বুলেটের ব্যারেজ, যানবাহন বিস্ফোরণ এবং রোমহর্ষক আমেজে টানটান উত্তেজনাকর ধাওয়া করার কিছু দৃশ্য রয়েছে।

পরিচালক মনীশ শর্মা আসন্ন সিনেমাটির অ্যাকশন আগের সব সিনেমা থেকে আলাদা ধাঁচের করেছেন।

সালমান খান ও ক্যাটরিনা কাইফকে ভারতের সবচেয়ে বড় অ্যাকশন জুটি হিসেবে স্বীকার করে তিনি জোর দিয়ে জানান, এই সিনেমার অ্যাকশনটি নিছক দর্শনের জন্য নয়; এটা তাদের গল্পের একটি অবিচ্ছেদ্য অংশ। 

 

অ্যাকশন সিকোয়েন্স সম্পর্কে মনীশ শর্মা বলেছেন, ‘আমাদের সময়ের প্রধান হলিউড মুভিগুলোর অ্যাকশন দৃশ্যের মতোই করা হয়েছে টাইগারের অ্যাকশন দৃশ্যগুলো। আমাদের ১২টি আশ্চর্যজনক অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যার প্রতিটিই দর্শকদের চমকে দেবে। এই সিকোয়েন্সগুলো আইম্যাক্সে একেবারে বিশ্বমানের দেখাবে।

আমরা এই ফিল্ম এবং এর সিকোয়েন্সগুলো এমনভাবে তৈরি করেছি যে দর্শকরা হলে দুর্দান্ত সিনেম্যাটিক অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আশ্চর্যজনক ক্লাইম্যাক্স দেখতে পাবে।’

 

মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ‘পাঠান’ শাহরুখের উপস্থিতি। শাহরুখ খান এতে ক্যামিও হিসেবে হাজির থাকবেন। সর্বশেষ প্রতিবেদন অনুসারে, হৃতিক রোশনও থাকছেন ‘টাইগার ৩’-এ।

প্রথমবারের মতো যশরাজ স্পাই ইউনিভার্সের তিন বড় তারকাকে একসঙ্গে দেখা যাবে। তাই ভক্তদের অপেক্ষার বাঁধ যেন ভেঙে যাচ্ছে! ১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার ৩’।

 

সূত্র : পিংকভিলা

এই বিভাগের আরও খবর


সর্বশেষ