img

শুক্রবার ভারতের তিন রাজ্যের সিনেমা হলে মুক্তি পেয়েছে হিমেল আশরাফের কোরবানির ঈদের ছবি ‘প্রিয়তমা’। শাকিব খানের সঙ্গে ছবিটিতে জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এই অভিনেত্রী এখন ঢাকায়। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ

অবশেষে ভারতে ‘প্রিয়তমা’ মুক্তি পেল। নিজের দেশের দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?
অনেক দিনের ইচ্ছা ছিল ছবিটা ভারতেও মুক্তি পাক। আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় একযোগে চলছে ছবিটি।

শুক্রবার প্রথম শো দেখেছে আমার বন্ধুরা। হাওড়ার বকরহাটের একটি সিনেমা হলে ওরা ছবিটি দেখেই আমাকে ফোন দিয়েছিল। জানাল, দর্শক ছবিটি দারুণ উপভোগ করছে। আমিও ভারতের দর্শকদের সঙ্গে ছবিটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

আমি এখন ঢাকায়। হঠাৎ আজকে [শনিবার] ঢাকায় এসেছি। যার কারণে এখনো ছবিটি দেখতে পারিনি।

 

হঠাৎ ঢাকায় এসেছেন, বিশেষ কোনো কারণ?
বেশ কয়েকটা ইভেন্ট আছে।

গতকাল সন্ধ্যায় ধানমণ্ডিতে একটা শোরুম উদ্বোধন করেছি। আরো কিছু কাজ আছে, সব খবর আছে আমার ম্যানেজারের কাছে। ঢাকায় এলে কিভাবে যে সময় কেটে যায় বলতে পারব না। এবার ৭ নভেম্বর পর্যন্ত থাকব। তবু মনে হচ্ছে, কিছু কাজ বাকি রয়ে যাবে।

শেষ করে উঠতে পারব না।

 

আপনি টিভি সিরিয়াল করে জনপ্রিয় হয়েছেন। এখন বড় পর্দার তারকা। সিরিয়ালের ভক্তরা বড় পর্দায় আপনাকে পেয়ে কতটা খুশি হয়েছেন বলে মনে করছেন?
আমি মোট চারটা সিরিয়ালে অভিনয় করেছি। আমাদের ওখানে সিরিয়ালের অভিনেত্রীদের মানুষ বাড়ির মেয়ে মনে করে। এখন বাড়ির মেয়েকে বড় পর্দায় দেখে তো তারা খুশিই হবে। অনেকে আমাকে ফোন করে অভিনন্দনও জানিয়েছে।

বাংলাদেশে ‘কবি’ নামে আরেকটি ছবিতে আপনার অভিনয়ের কথা শোনা গেছে...
এই রে! আমি শুনেছি, সাইনও নাকি করে ফেলেছি। আসলে সেসব কিছুই নয়। আমার সঙ্গে নির্মাতার কথা হয়েছে। পাণ্ডুলিপিটা পড়েছি। যতটুকু পড়েছি, পজিটিভ মনে হয়েছে। কলকাতায় ফিরে গিয়ে আরেকবার পড়ব। তখন সিদ্ধান্ত নেব ছবিটির ব্যাপারে। এখনই কিছু বলা যাচ্ছে না।

ঈদে ‘প্রিয়তমা’র সঙ্গে ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল। ‘সুড়ঙ্গ’র নায়ক আফরান নিশোর সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলে করবেন?
আমি ভালো কাজের অপেক্ষায় থাকি। ভালো গল্প পেলে, ভালো প্রজেক্ট হলে আমার অভিনয় করতে কোনো রকম আপত্তি নেই। তা ছাড়া নিশো বড় তারকা, ভালো অভিনেতা।

শাকিব খানের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়?
শাকিব খান ব্যস্ত সময় পার করছেন। তাঁর হাতে এখন বেশ কয়েকটি ছবি। এবার তিনি ভারতে যাওয়ার পর একবার কথা হয়েছে। তিনি কলকাতা গেলে হয়তো দেখা হতে পারে। তবে আমাদের খুব বেশি কিন্তু যোগাযোগ হয় না।

টালিগঞ্জের কোনো সিনেমা হাতে নিয়েছেন?
বেশ কয়েকটির ব্যাপারে কথা চলছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি। কলকাতায় এখন উৎসব চলছে। কয়েক দিন আগে দুর্গাপূজা গেল, লক্ষ্মীপূজা গেল, সামনে কালীপূজা, ভাই ফোঁটা—এগুলো শেষ হলে কাজের পরিবেশ ফিরবে। তখন হয়তো নতুন ছবির খবরও দিতে পারব।

টিভি সিরিয়ালে আর দেখা যাবে আপনাকে?
বড় পর্দা অভিনয়শিল্পীদের স্বপ্নের জায়গা। আমি সেই জায়গাটা পেয়ে গেছি স্বপ্নের মতোই। অবশ্যই সিরিয়ালের মাধ্যমে আমার জন্ম। তাই সিরিয়ালের প্রতি সব সময় ভালোবাসা ছিল, থাকবে। তবে এই মুহূর্তে বড় পর্দা নিয়েই চলতে চাই। সিরিয়ালে ফেরার বিষয়ে চিন্তা করিনি।

 

এই বিভাগের আরও খবর