img

৪০২ রানের বিশাল রান তাড়া করতে নেমে বৃষ্টি আইনে ২১ রানে জিতেছে পাকিস্তান। তাতে টিকে রইল দলটির সেমিফাইনাল ভাগ্য। পাকিস্তানের এই জয়ের মূল কারিগর ওপেনার ফখর জামান। ৬৩ বলে সেঞ্চুরি করে ৮১ বলে খেলেন অপরাজিত ১২৬ রানের ইনিংস।

চারদিক ফখর-বন্দনা চলছে। পাকিস্তানকে জেতানোর পর তাদের ক্রিকেট বোর্ড থেকে আর্থিক পুরস্কার পাচ্ছেন ফখর। তাকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ, 'কী দুর্দান্ত এক ইনিংস ফখর জামানের। এখন পর্যন্ত পাকিস্তানের সেরা ব্যাটার।

তবে বিশ্বকাপের শুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় ইনিংস খেলতে না পারায় একাদশে জায়গা হারাতে হয়েছিল ফখরকে। কয়েকটি ম্যাচ বাইরে ছিলেন তিনি। আরেক ওপেনার ইমাম উল হক ছন্দ হারিয়ে ফেললে ফের ফখরের জায়গা মিলে একাদশে। সুযোগ পেয়ে কাল বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে যা করলেন, তা বিস্ময়কর।

ফখরের মতো ব্যাটারকে বসিয়া রাখা পছন্দ হয়নি শেবাগের। সামাজিক মাধ্যমে ভারতের সাবেক এই ওপেনার লিখেছেন, 'কোন মস্তিষ্ক তাকে টুর্নামেন্টের সেরা অংশে বেঞ্চে রেখেছিল, সৃষ্টিকর্তা জানেন।'

 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ