সীমিত ওভারের যে ম্যাচটির ফলাফল এসেছিল ৩ দিনে!
-1694499342.jpg)
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচটি গড়িয়েছে দ্বিতীয় দিনে। গতকাল রবিবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর আজ সোমবার সেখান থেকেই খেলা পুনরায় শুরু হয়। ভারত ২ উইকেটে ৩৫৬ রানের পাহাড় গড়ে। কিন্তু পাকিস্তান যখনই রান তাড়ায় নেমেছে, তার কিছু পরেই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা।
তাই ম্যাচটিতে আদৌ কোনো ফলাফল আসবে কি না, সেটা অনিশ্চিত।
আজকাল ওয়ানডে ম্যাচের জন্য রিজার্ভ ডে নতুন কিছু নয়। কিন্তু সীমিত ওভারের ক্রিকেট ইতিহাসে এমন ম্যাচও আছে, যেটার ফলাফল এসেছিল তিন দিনে! ১৯৭৯ সালের প্রেডুনশিয়াল বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে এই কাণ্ড হয়েছিল। ইংল্যান্ডের ম্যানচেস্টারে আসরের নবম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল।
১৬ জুন খেলা শুরু হয়। তখন ওয়ানডে ম্যাচ হতো ৬০ ওভারে। আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৬০ ওভারে ৫ উইকেটে তোলে ২৩৮ রান।
উল্লেখ্য, ওই সময়ে শ্রীলঙ্কা ছিল আইসিসির সহযোগী সদস্য দেশ।