reza | 11 September, 2023
নারকেল তেলেই জমবে সঙ্গম! কখন, কীভাবে করবেন ব্যবহার?

নারকেল তেলে চুল হবে ঘন, কালো, মসৃণ। একথা তো সেই ছোটবেলা থেকে শোনা। কিন্তু নারকেল তেলে সঙ্গম হবে আরও মধুর, তা কি জানতেন?
হ্য়াঁ, ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব লাইফ সায়েন্স রিসার্চ’-এ একটি গবেষণাপত্র থেকে উঠে এল এমনই এক তথ্য। এই গবেষণাপত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নারী এবং পুরুষের শারীরিক সম্পর্কের সময়েও এই তেল উপকারি হয়ে উঠতে পারে। সঙ্গমের সময় পুরুষ ও নারীর যৌনাঙ্গকে পিছল করে তুলে যৌনক্রিয়াকে সহজ ও বেদনাহীন করে তোলে নারকেল তেল।
বিশেষজ্ঞদের মতে,এই তেল মিলনের সময়ে যে তাপ ও জ্বালার সৃষ্টি হয় তার আশঙ্কাও কমিয়ে দেয়। এর কিছু উপাদান সঙ্গমকালকে দীর্ঘস্থায়ী করে। প্রায় এক হাজার নারী ও পুরুষ অংশ নিয়েছিল এই গবেষণায়।