img

গ্যালারি কানায় কানায় ভরে যাবে এবং ভেতরে যে পরিমাণ লোক, তার প্রায় কাছাকাছি সংখ্যক দর্শক অপেক্ষায় থাকবে স্টেডিয়ামের বাইরেও। সেটি হোক মিরপুর, মেলবোর্ন, দুবাই, লন্ডন কিংবা বার্মিংহাম। ভারত-পাকিস্তান লড়াই নিয়ে পৃথিবীর যেকোনো প্রান্তের উন্মাদনার ছবিটা একই রকম। এটি দেখতে দেখতেই এত দিনের অভ্যস্ত চোখের জন্য কালকের প্রেমাদাসা স্টেডিয়াম বড় এক ধাক্কা হয়েই এলো।দর্শক কোথায়? এরপর বৃষ্টিতে এই ম্যাচ গড়ালো দ্বিতীয় দিনে। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের স্কোর ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রানের সময় বৃষ্টি নামে। আজ এখান থেকেই শুরু হবে ম্যাচটি।
ম্যাচ শুরুর আগে বিশাল স্টেডিয়ামের ফাঁকা গ্যালারি দেখে আয়োজকদেরও নড়েচড়ে বসতে হলো।

শুরু হয় দর্শক বাড়ানোর তোড়জোড়। দর্শক সমাগম বাড়ানোর আশায় রাতারাতি কমিয়ে দেওয়া হয় টিকিটের মূল্যও। তাতেও অবশ্য খুব একটা সাড়া মেলেনি। গ্যালারির অনেকটাই ফাঁকা পড়ে ছিল।

অথচ কলম্বোতে সুপার ফোর পর্ব শুরুর আগে আনুষ্ঠানিকভাবে টিকিটের দুই রকম মূল্য ঘোষণা করা হয়েছিল। অন্যান্য ম্যাচের টিকিটের তুলনায় একটু চড়া মূল্যই ধরা হয়েছিল এই ম্যাচের। তবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে গ্যালারি ফাঁকা পড়ে থাকায় আরেক দফা কমে অন্যান্য ম্যাচের টিকিটের মূল্য। যেটি প্রেমাদাসা স্টেডিয়ামের আপার ও লোয়ার ব্লকের জন্য এক হাজার এবং ৫০০ শ্রীলঙ্কান রুপি নির্ধারিত হয়। কাল বিপরীতে বইতে থাকা হাওয়ায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের মূল্যও নেমে আসে একই মূল্যে।

তাতেও কাজ না হওয়ায় মাঠের বাইরে সরব পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা। তাঁরা এই টুর্নামেন্টের আয়োজক। কিন্তু ভারতের আপত্তিতে বেশির ভাগ খেলাই হচ্ছে শ্রীলঙ্কায়। এখানে এই সময়ে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। তবু এখানে খেলা রাখার দায় ভারতের ওপর চাপিয়ে এক পিসিবি কর্মকর্তা বলছিলেন, ‘বৃষ্টিই দর্শক আগ্রহে ভাটা পড়ার অন্যতম কারণ। বৃষ্টি হবে জেনেও কেন খেলা এখানেই রাখতে হলো?’

 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ