জিভের কারসাজিতে ঝড় উঠুক বিছানায়, রইল ৪ উষ্ণ টিপস
-1694321086.jpg)
যৌনতায় যদি রকমফের না ঘটে, তাহলেই মুশকিল। রতিক্রিয়াকে বোরিং না করতে তুলতে, নতুন নতুন ফন্দি আঁটা ভীষণ জরুরি। অন্তত, যৌন বিশেষজ্ঞরা এমনটাই বলছেন। আর তাই কামসূত্র মেনে, যৌনতার সময় দেহের নানা অঙ্গের ব্যবহার বলা ভাল সঠিক ব্যবহার জেনে নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে জিভের কারসাজি কিন্তু খুবই প্রয়োজনীও।
১) প্রথমেই বলে রাখা ভাল, চুমু থেকেই আসলে জিভের কারসাজি শুরু হয়। চুম্বনের সময় বলা ভাল দীর্ঘ চুম্বনের সময় জিভকে সঙ্গীর মুখের মধ্য়ে নানাভাবে খেলা করান। এতে যৌনতার আগুনে বারুদ পড়বে।
২) যৌনক্রিয়ার শুরুতে সঙ্গীর কানে আলতো আলতো করে জিভ বুলিয়ে নিন। তারপর কানের ছিদ্রের মধ্য়ে হালকা করে জিভ প্রবেশ করুন। এতে সঙ্গী আরও বেশি যৌনসুখ পাবেন।
৩) পুরুষ হোক বা মহিলা। স্তনবৃন্তে জিভের আলতো ছোঁয়া কিন্তু আগুন ধরিয়ে দেয়। তাই স্তনবৃন্তের আশে পাশে আলতো করে জিভ বুলিয়ে নিন। বিশেষজ্ঞরা বলছেন, রতিক্রিয়ার শুরুতেই এই জিভের কারসাজি একেবারে পারফেক্ট।
৪) এর পরেই আসা যাক নাভিতে। পুরুষরা জেনে রাখুন। মহিলাদের নাভিতেই রয়েছে উত্তেজনার আগ্নেয়গিরি। তাই সেই নাভিতে জিভ ছুঁয়ে নিন। দেখবেন আপনার প্রেমের আগুনে জ্বলে উঠবে সঙ্গীর শরীর।