বলিভিয়ার বিরুদ্ধে জোড়া গোল, কিংবদন্তি পেলের রেকর্ড ভাঙলেন নেইমার
-1694259235.jpg)
শনিবার বলিভিয়ার বিরুদ্ধে নয়া ইতিহাস রচনা করেন নেইমার (Neymar)। ব্রাজিলের জার্সিতে ফুটবল সম্রাট পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিলেন তিনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের হয়ে পেলে করেছিলন ৭৭টি গোল। এদিন বলিভিয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে নিজের প্রথম গোলটি করতেই ৭৮টি গোলের মালিক হয়ে গেলেন আল হিলালের স্ট্রাইকার। এর আগে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে পেলের গোলের মাইলস্টোন ছুঁয়েছিলেন তিনি। পেলের (Pele) ৫২ বছর আগের তৈরি রেকর্ড টপকে যাওয়ার পাশাপাশি ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেলে নেইমার। ব্রাজিলের হয়ে ৯২টি ম্যাচ খেলে ৭৭ গোল ঝুলিতে ভরেছিলেন পেলে। নেইমার সেই রেকর্ড গড়লেন ১২৫টি ম্যাচ খেলে। ম্যাচের চতুর্থ ও পঞ্চম গোল করার সৌজন্য বর্তমানে ৭৯টি গোলের মালিক নেইমার। এই তালিকায় তিন নম্বরে ব্রাজিলীয় তারকা রোনাল্ডো। ৯২টি ম্যাচে তাঁর সংগ্রহ ৬২টি গোল।এদিন ঘরের মাঠে বলিভিয়ার বিরুদ্ধে শুরুটা দাপটের সঙ্গেই করে ব্রাজিল। যা শেষ পর্যন্ত বজায় রাখতেও সফল হয় তারা। বলিভিয়াকে ৫-১ গোলে হারায় তারা। বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্ব যে দুর্দান্ত ভাবেই শুরু করল ব্রাজিল, তা বলাইবাহুল্য়।