বার্সায় এক বছর থেকে সৌদির ক্লাবে যাবেন মেসি?

লিওনেল মেসির পিএসজি ছেড়ে বার্সেলোনা ফেরা নিয়ে গত কিছুদিন ধরেই জোর জল্পনা চলছে। সেই জল্পনা আরও বেড়েছে মেসির ওপর পিএসজির নিষেধাজ্ঞা জারি হওয়ার পর। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় মেসির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। শোনা যাচ্ছে, তার সঙ্গে নাকি চুক্তিও নবায়ন করবে না প্যারিসের ক্লাবটি। তাহলে মেসির নতুন গন্তব্য কি বার্সেলোনা?
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কাতালান ক্লাবটি। কিন্তু সমস্যাটা আর্থিক। মেসিকে পেতে হলে বেতন–ভাতা থেকে বার্সাকে অন্তত ২০ কোটি ইউরো কমাতে হবে। মেসিকে ফেরানোর প্রক্রিয়াকে সহজ করতে বার্সা লা লিগার সঙ্গে দর–কষাকষিও করছে। এর মাঝে সৌদি আরবের একটা ক্লাবের নামও শোনা যাচ্ছে। সেই ক্লাবেও নাকি যেতে পারেন মেসি!স্প্যানিশ রেডিও 'অন্দা চেরো' দাবি করেছে, বার্সেলোনায় এক বছর খেলেছে মেসি শেষ পর্যন্ত সৌদি ক্লাব আল হিলালে যাবেন! শুধু মেসিই নন, তার সঙ্গে নাকি বার্সার দুই তারকা ফুটবলার সের্হিও বুসকেতস ও জর্দি আলবাও সৌদি আরবের ক্লাবটিতে যোগ দেবেন বলে দাবি করা হচ্ছে। যদি এই খবর সত্যি হয়, তাহলে এত কাঠখড় পুড়িয়ে মেসিকে ফিরে পেলেও এক বছর পরই ছেড়ে দিতে হবে বার্সাকে!