img

আয়কর কর্মকর্তাদের কর ধার্য্য করার ক্ষমতা শিথিল করাসহ অনলাইন কর দেওয়া আরো সহজ করার বিধান রেখে আয়কর আইন ২০২৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন এ কথা বলেছেন। 

মন্ত্রিপরিষদসচিব বলেন,আয়কর কর্মকর্তা চাইলেই ট্যাক্সের হার নির্ধারণ করতে পারবে না। আয়কর নির্ধারণে কর্মকর্তার ক্ষমতা কিছুটা কমানো হয়েছে। সেই সঙ্গে অনলাইনে আয়কর রিটার্ন প্রদান আরো সহজ করা হবে।

তিনি বলেন, আয়কর নির্ধারণে এর আগে ২৯ টি বিষয় মানদণ্ড ছিল তা কমিয়ে ১২ টিতে নামিয়ে আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর