img

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২২ মন্ত্রিসভায় অনুমোদন এবং জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের তীব্র সমালোচনা করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। দলের এই নীতিনির্ধারণী ফোরাম মনে করে, রাজনৈতিক উদ্দেশ্য এই অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণকে রাজনৈতিক কারণে হয়রানি এবং নির্বাচনে প্রভাব বিস্তার করবে সরকার। 

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে স্থায়ী কমিটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। শনিবার খুলনায় গণসমাবেশ থাকায় সেখানে কর্মসূচি হবে না। 

সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলা, ধরপাকড়, মিথ্যা মামলায় গ্রেপ্তার এবং জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

সভায়, আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য সিদ্ধান্ত হয়।

এই বিভাগের আরও খবর