img

জ্বর নেই। গা-ব‌্যথা কমেছে। তাই ডেঙ্গুমুক্ত, এমনটা কোনওভাবেই বলা যাবে না। উলটে জ্বর কমার পরেই ডেঙ্গু (Dengue) মারাত্মক আকার নিচ্ছে। এমনকী মৃত্যুও হতে পারে। হালফিলে কমবয়সিদের মৃত্যুর কারণ ব‌্যাখ‌্যা করে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। গত কয়েকদিনে কমবয়সিদের মধ্যে মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি।স্বাস্থ‌্যদপ্তরের সমীক্ষা রিপোর্টেই তা উঠে এসেছে। আর এই ঘটনায় উদ্বেগ বেড়েছে চিকিৎসক মহলের। বিশেষজ্ঞদের একটাই অভিমত, ডেঙ্গু ধরা পড়ার পর অন্তত আটদিন কড়া নজরদারির মধ্যে থাকতে হবে। কারণ, পাঁচদিন পর জ্বর কমছে ঠিকই, কিন্তু যেকোনও ভাইরাল ফিভারের পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয় পাঁচদিন পর। বাড়িতে থাকা রোগীরা একদিন অন্তর প্লেটলেট পরীক্ষা করবেন। আর যেসব রোগী হাসপাতালে ভরতি তাঁদের সকাল-বিকেল প্লেটলেট ও টোটাল ব্লাড কাউন্ট পরীক্ষা করতে হবে।স্বাস্থ‌্যদপ্তরের সমীক্ষা রিপোর্টেই তা উঠে এসেছে। আর এই ঘটনায় উদ্বেগ বেড়েছে চিকিৎসক মহলের। বিশেষজ্ঞদের একটাই অভিমত, ডেঙ্গু ধরা পড়ার পর অন্তত আটদিন কড়া নজরদারির মধ্যে থাকতে হবে। কারণ, পাঁচদিন পর জ্বর কমছে ঠিকই, কিন্তু যেকোনও ভাইরাল ফিভারের পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয় পাঁচদিন পর। বাড়িতে থাকা রোগীরা একদিন অন্তর প্লেটলেট পরীক্ষা করবেন। আর যেসব রোগী হাসপাতালে ভরতি তাঁদের সকাল-বিকেল প্লেটলেট ও টোটাল ব্লাড কাউন্ট পরীক্ষা করতে হবে।দুই চিকিৎসকের একই পরামর্শ, জ্বর শুরু এবং ডেঙ্গু পজিটিভ হওয়া থেকে শুরু করে অন্তত আটদিন কড়া পর্যবেক্ষণে রাখতে হবে। আর জ্বর কমলেও সতর্ক থাকতে হবে। এমনকী জ্বর কমে যাওয়ার পর যদি হঠাৎ মাথা ঘোরে, বমি হয় বা রক্তচাপ কমে যায় তবে দ্রুত হাসপাতালে ভরতি করতে হবে।

এই বিভাগের আরও খবর