| 07 October, 2022
অক্টোবরের ৭ দিনে ৩২২ সড়ক দুর্ঘটনা, ৬৩ জনের মৃত্যু
গত ১ থেকে ৭ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ৩২২ সড়ক দুর্ঘটনায় ৬৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ২৪৪ জন। আজ শুক্রবার দুর্ঘটনারোধে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে দুর্ঘটনারোধে বাস-ট্রাকসহ সব পরিবহনে গতি নির্ধারণ করে দেওয়ার আহ্বান জানিয়ে সংগঠনটি বলছে, দুর্ঘটনা রোধে দেশের সব সড়ক-মহাসড়ক ও সেতুতে বাইক লেন জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা বলেন, শুধু শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৩টি দুর্ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনামুক্ত করতে বিআরটিএর ম্যাজিস্ট্রেট টিমকে সক্রিয় করতে হবে। ফিটনেসবিহীন বাহন যেন রাস্তায় না নামতে পারে সেজন্য বাস ডিপোতে গিয়ে পরিদর্শন করতে হবে। চালকের লাইসেন্স আছে কি না সেটা তদারকি করতে শ্রমিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।