|  07 October, 2022							 
								 
							
							
							 
							আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্রলীগের হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নির্যাতনে নিহত হওয়া আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে 'আবরার ফাহাদ স্মৃতি সংসদ' ব্যানারে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত স্মরণসভায় এ হামলা চালানো হয়।
হামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম এম মহিন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, সাংগঠনিক নাজিম উদ্দীন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন রহমান, উপ-দপ্তর সম্পাদক শিমুল খান, আব্দুর রাহিম, জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দীন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের কয়েক শ ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেন।

