img

ক্রিকেটারদের রেস্তোরাঁর ব্যবসা বিশ্বজুড়েই রমরমা চলছে। বাংলাদেশের সাকিব আল হাসান, নাফিস ইকবাল, এমনকি ইমরুল কায়েসও এই ব্যবসায় জড়িত। ভারতে শচীন টেন্ডুলকার, জহির খানের মতো গ্রেটরাও রেস্তোরাঁ খুলেছেন। বিরাট কোহলিও বাদ যাবেন কেন? এবার তিনি নিজের দ্বিতীয় রেস্তোরাঁ খুলে ফেললেন মুম্বাইয়ে।সেটাও আবার কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের বাড়িতে! kalerkantho

 

সংগীতশিল্পী কিশোর কুমারের বড় ভক্ত ভারতের সাবেক অধিনায়ক কোহলি। মুম্বাইয়ে ‘গৌর কুঞ্জ’ নামে একটি বাড়ি ছিল কিশোরের। সেই বাড়িটি কিনেই রেস্তোরাঁ বানিয়েছেন কোহলি। একটি ভিডিওতে তিনি বলেন, ‘এটা স্বর্গীয় কিশোরদার বাড়ি। আমাদের পরিকল্পনার সঙ্গে খুব মিল আছে এটার। ’ kalerkantho

রেস্তোরাঁ ঘুরে দেখানোর সময় কোহলির সঙ্গে ছিলেন অভিনেতা মনিষ পাল। তিনি বলেন, “একটা ছেলেকে জিজ্ঞেস করা হয়েছিল, কোনো দ্বীপে যদি তাকে একজনের সঙ্গে থাকতে হয় তাহলে তিনি কাকে নেবেন? ছেলেটি উত্তর দিয়েছিল, ‘কিশোর কুমার। ’ সেই ছেলেটির নাম বিরাট কোহলি! এই ঘটনা থেকে বোঝা যায়, কিশোর কুমারের কত বড় ভক্ত কোহলি। ” kalerkantho

কিশোর কুমারের বাড়ি কেনার কারণ নিয়ে কোহলি বলেন, ‘কোনো কিছুই হঠাৎ করে হয় না। এমনটা হওয়ার কথা ছিল বলেই হয়েছে। কিশোরদার গান আমাকে স্পর্শ করে। তিনি এমন একজন মানুষ যার সঙ্গে দেখা করতে পারলে আমি ধন্য হতাম। তার একটা আলাদা ক্যারিশমা ছিল।  এখানে অনেক বিষয়েই নজর দেওয়া হয়েছে। বিশেষ করে খাবারের দিকে। খাবার ভালো না হলে কেউ আবার এখানে আসবে না। ’ kalerkantho

এই বিভাগের আরও খবর