img

গতকাল ম্যানচেস্টার ডার্বিতে হ্যাটট্রিক ও দুই অ্যাসিস্ট করে সব আলো কেড়ে নেন আর্লিং হালান্ড। এমন রাজকীয় পারফরম্যান্সের কারণে ফ্রান্সভিত্তিক ক্রীড়া পত্রিকা লেকিপের দেওয়া দশে দশ রেটিং পেয়েছেন হালান্ড। বিশ্বের ১৪তম ফুটবলার হিসেবে লেকিপের অভিজাত ক্লাবে নাম লেখালেন ম্যানচেস্টার সিটির এই তারকা। 

রবিবার ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-৩ ব্যবধানে উড়িয়ে দেয় ম্যানচেস্টার সিটি।এমন বড় জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছেন আর্লিং হালান্ড। হ্যাটট্রিকের পাশাপাশি ফোডেনকে দিয়ে দুটি গোলও করিয়েছেন হালান্ড। লিওনেল মেসি, রবার্ত লেভানদোস্কি, নেইমার, কিলিয়ান এমবাপ্পেদের পাশে বসলেন হালান্ড। দেখে নেওয়া যাক লেকিপ প্রদত্ত দশে দশ রেটিং পাওয়া আগের ১৩ ফুটবলারের নাম; ফ্রাংক সাউজি (ফ্রান্স), ব্রুনো মারতিনি (ফ্রান্স), ওলেগ সালেংকো (রাশিয়া), লার্স উইনফিল্ড (আরহাস), লিওনেলস মেসি (বার্সেলোনা), রবার্ত লেভানদোস্কি (বরুশিয়া ডর্টমুন্ড), কার্লোস এদুয়ারদো (নিস), নেইমার (পিএসজি), দুসান তাদিচ (আয়াক্স), লুকাস মৌরা (টটেনহাম), সার্জ জিনাব্রি (বায়ার্ন মিউনিখ), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), আলবান লাফোন্ট (নঁতে) এবং সর্বশেষ সংযুক্তি আর্লিং হালান্ড।

এই বিভাগের আরও খবর