img

স্প্যানিশ লা লিগার ম্যাচে শনিবার রাতে মুখোমুখি হয়েছিল জায়ান্ট বার্সেলোনা ও মায়োরকা। প্রতিপক্ষের মাঠে বার্সা জয় পেয়েছে ১-০ ব্যবধানে। ম্যাচে জয়সূচক গোলটি করেন রবার্ট লেভানদোস্কি। লা লিগায় ৭ ম্যাচে ৯ গোল হয়ে গেছে তাঁর।লেভার পারফরমেন্সে খুশি কোচ জাভি হার্নান্দেজ। 

ম্যাচ শেষে জাভি বলেন, ‘লেভানদোস্কি একজন শীর্ষ সারির খেলোয়াড়। সে বিশ্বমানের গোলদাতা। সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সেরা স্ট্রাইকার। ’ কোচ প্রশংসা করেছেন গোলরক্ষক টের স্টেগানেরও, ‘ম্যাচে লেভানদোস্কি ও টের স্টেগেন দুজনই প্রভাব বিস্তার করেছে। মার্ক (টের স্টেগেন) দুর্দান্ত ছন্দে আছে। ’

গতরাতের জয়ের ফলে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বার্সা। ৭ ম্যাচে বার্সার পয়েন্ট ১৯। ১ পয়েন্ট কম রিয়ালের। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। ওসাসুনার বিপক্ষে আজ রাতে জিততে পারলে আবারও শীর্ষে উঠে যাবে রিয়াল।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ