img

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিম অপারেশনস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। তবে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, তিনি আর দায়িত্বে নেই। আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও বিসিবির সূত্র জানিয়েছে, নাফিসকে তার দায়িত্ব থেকে সরানো হয়েছে। আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে নাফিস ইকবালের জায়গায় দায়িত্ব পালন করবেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

কিন্তু কেন সরানো হলো নাফিসকে? খোঁজ নিয়ে জানা গেছে, নাফিসের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন দলের ক্রিকেটাররা। এর প্রেক্ষিতেই দায়িত্ব থেকে সরানো হয়েছে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিসকে। 

বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে খেলেছেন নাফিস। এক সেঞ্চুরি আর দুই ফিফটিসহ টেস্টে তার সংগ্রহ ৫১৮ রান। গড় ২৩.৫৪। আর ওয়ানডেতে ১৯.৩১ গড়ে করেছেন ৩০৯ রান। ফিফটি আছে দুটি। ২০০৬ সালে বগুড়ায় অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে তাকে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গেছে।  

এই বিভাগের আরও খবর