এবার পাসওয়ার্ড ছাড়াই খুলতে পারবেন PDF ফাইল, রইল পদ্ধতি
মেল মারফত জরুরি পিডিএফ পেয়েছেন, কিন্তু তা লকড। খুলতে লাগবে পাসওয়ার্ড। কিছুক্ষেত্রে মেলেই দেওয়া থাকে পাসওয়ার্ড। কোথাও আবার তা চেয়ে নিতে হয়। কিন্তু পদ্ধতি যাই হোক, গোটা বিষয়টা বেশ জটিল। আবার বারবার পাসওয়ার্ড দিয়ে পিডিএফ খোলাও বেশ সময় সাপেক্ষ। কিন্তু জানেন কী পাসওয়ার্ড ছাড়াও খোলা যেতে পারে পিডিএফ ? রইল পদ্ধতি।
ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে:
১. প্রথমে Acrobat Pro-তে PDF-টি খুলুন।
২. এরপর অপশন পাবেন ‘Choose Tools’
৩. বেছে নিতে হবে Encrypt ও তারপর Remove security.যদি আপনার ডকুমেন্টটি ‘ডকুমেন্ট ওপেন’ পাসওয়ার্ড থাকে, সেক্ষেত্রে বেছে নিতে হবে OK অপশন। নাহলে যদিও পারমিশন পাসওয়ার্ড দেওয়া থাকে, সেক্ষেত্রে একবার সেই পাসওয়ার্ড দিয়ে ক্লিক করতে OK, তাহলেই ওই পিডিএফে থাকা পাসওয়ার্ড মুছে যাবে বরাবরের জন্য।
অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে:
১.অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে Built in PDF ভিউয়ারের মাধ্যমে PDF টি খুলতে হবে।
২.ফাইলটি আনলক করতে পাসওয়ার্ডটি দিতে হবে।
৩.এরপর বেছে নিন আইকন, তারপর শেয়ার ও প্রিন্ট আইকন বেছে নিতে হবে।
৪. এরপর বেছে নিন কোথায় সেভ করবেন কোথায়। সিলেক্ট করুন ‘প্রিন্ট টু পিডিএফ’। ব্যস আপনার ফোনে সেভ হয়ে যাবে ফাইলটি। এরপর খুলতে পারবেন পাসওয়ার্ড ছাড়াই।
গুগল ক্রোম ব্যবহার করে কীভাবে পিডিএফের পাসওয়ার্ড মুছবেন?
১. গুগল ক্রোম ব্যবহার করে খুলুন পিডিএফটি খুলুন।
২.পাসওয়ার্ড ব্যবহার করে পিডিএফটি খুলুন।
৩. কী বোর্ডে ctrl+P টিপুন অথবা ফাইল থেকে প্রিন্ট ও তারপর সেভ অ্যাস পিডিএফ অপশনটি বেছে নিন।
৪. নিজের ইচ্ছে মতো জায়গায় সেভ করুন ফাইলটি। পরবর্তীতে পাসওয়ার্ড ছাড়াই খোলা যাবে পিডিএফ।
তবে প্রতিটি পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে মাথায় রাখবেন, আপনার যদি পাসওয়ার্ড জানা থাকে, তবেই পিডিএফ পার্সওয়ার্ড ছাড়া খুলতে পারবেন।