img

‘বাহারসে হাইপ আপলোগ বানাইয়ে, আন্দারছে হাম হামারা কাম করেঙ্গে। ফোকাস করেঙ্গে গেমসে ওপার। ভারত-পাকিস্তান মহারণের ঠিক এক দিন আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবটা এভাবেই দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যার বাংলা মানে হচ্ছে, মাঠের বাইরের উত্তেজনাটা আপনাদেরই তৈরি করা, ভেতরে আমরা শুধু আমাদের কাজটাই করি। খেলায় মনোযোগ দেয়ার চেষ্টা করি।

আগামীকাল ২৮ আগস্ট মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বলা হচ্ছে, ফাইনালের আগেই আরেক ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি। আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানাচ্ছে, এশিয়া কাপে দুই দেশের এ মহারণ ১০০ কোটিরও বেশি মানুষ উপভোগ করতে যাচ্ছে।

এদিকে, শনিবার (২৭ আগস্ট) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রোহিত শর্মা শোনালেন গেল বছরের হারের ভুল থেকে শিক্ষা নেয়ার কথা। গেল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে একই মাঠে (দুবাই) পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো হারের স্বাদ পায় ভারত। সেটিও আবার ১০ উইকেটের বড় ব্যবধানে। তবে ভারত অধিনায়কের মতে, তারপর অনেক সময় পেরিয়ে গেছে। এর মধ্যে অনেকগুলো ম্যাচও খেলা হয়েছে। নতুন টুর্নামেন্টে নতুন শুরুর স্বপ্ন টিম ইন্ডিয়ার।

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হার নিয়ে রোহিত বলেন, নতুন একটা টুর্নামেন্ট, নতুন করেই শুরু করতে যাচ্ছি। অতীতে কী হয়েছে, সেসব নিয়ে চিন্তা করা উচিত হবে না। নিঃসন্দেহে পাকিস্তানের বিপক্ষে খেলা অনেক চ্যালেঞ্জিং। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা কীভাবে নিজেদের নিয়ে ভাবছি এবং টুর্নামেন্ট থেকে কী অর্জন করতে চাচ্ছি। প্রতিপক্ষ না ভেবে আসরে আমাদের লক্ষ্য নিয়ে ভাবা উচিত।

আরও বলেন, নিঃসন্দেহে টিমের সবাই এক্সাইটেড। ইতিবাচকভাবে টুর্নামেন্টটা শুরু করতে মুখিয়ে সবাই। পাকিস্তানের বিপক্ষে একাদশ নিয়ে বলেন, একাদশ এখনো ঠিক হয়নি। আমরা আজকের ম্যাচটা (শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান) দেখব। যেহেতু ভেন্যু একই। তারপর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যাবে। স্পিন নাকি পেসবান্ধব টুর্নামেন্ট হতে যাচ্ছে–এ প্রসঙ্গে বলেন, গতকালই (শুক্রবার) মাত্র পিচ দেখেছি। হালকা ঘাস আছে। তবে আমি জানি না আসলে পিচ স্পিন নাকি পেসবান্ধব হতে যাচ্ছে। তবে সব দলেরই পেস এবং স্পিন অ্যাটাক আছে। উইকেট নেয়ার সুযোগ সবারই থাকবে।

রোহিত বলেন, পাকিস্তানের শাহিন আফ্রিদি নেই, আমাদেরও বুমরাহ নেই। নিঃসন্দেহে দুই দলের জন্যই বড় রকমের ধাক্কা। তবে দুই টিমের বাকিদের দারুণ সুযোগ থাকবে ভালো করার। আশা করি, তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে।

রোহিতের সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এসেছে পাকিস্তানের বিপক্ষে গেল বছরের হারের সেই প্রসঙ্গ। তবে ভারত অধিনায়কও শুনিয়েছেন নতুন শুরুর সংকল্পের কথা। তিনি বলেন, ওই ম্যাচটা নিয়ে টিমের ভেতরে যে কথা হয়নি, তা নয়। কোনটা ঠিক আর ভুল ছিল, কোথায় উন্নতি প্রয়োজন, সেসব নিয়ে কথা হয়েছে। তবে এখন আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। সে ম্যাচে নিজেদের কোথায় কোথায় ঘাটতি ছিল, সেটাও আশা করি টিম মেম্বাররা বুঝতে পেরেছে। এরপর অনেক ম্যাচও খেলা হয়েছে। নিজেদের ভুলগুলো শোধরানোর চেষ্টা করা হয়েছে।

‘প্রতিপক্ষ আপনাকে সবসময় চ্যালেঞ্জ জানাবেই। উচিত হবে সুযোগ কাজে লাগানো। আমরা গেল অক্টোবরের হার নিয়ে ভাবছি না। সামনের ম্যাচ নিয়েই ভাবছি। আশা করছি ঘুরে দাঁড়াতে পারব।’

দিনেশ কার্তিককে নিয়েও আশার কথা শোনালেন ভারত অধিনায়ক। তিনি বলেন, দলে তার অবদান কতটা এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সে আমাদের কখনো হতাশ করেনি। এ ছাড়া বিরাট কোহলির অফফর্ম নিয়ে বলেন, করোনা মহামারির পর অনেক কিছুই বদলে গেছে। ক্রিকেটারদের পারফরম্যান্সেও তার প্রভাব পড়ছে। তবে আমরা নিজেদের মধ্যে সবসময় কথা বলি। একে অন্যকে উৎসাহ দিই। তাকেও (কোহলি) ফ্রেশ থাকতে বলি। বিশেষ করে হাই-ভোল্টেজ ম্যাচের আগে আপনাকে চাপহীন থাকা গুরুত্বপূর্ণ।

এই বিভাগের আরও খবর