img

রফতানিকৃত গ্যাসের দাম চলতি বছর দ্বিগুণেরও বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছে রাশিয়া। ধারণা করা হচ্ছে, এ বছর প্রতি ১ হাজার ঘনমিটার গ্যাসের দাম ৭৩০ মার্কিন ডলারে উঠে যাবে। তবে এর পরেই ২০২৫ সালের শেষ নাগাদ ধীরে ধীরে এ দাম কমে আসবে বলেও পূর্বাভাস দিয়েছে দেশটি অর্থ মন্ত্রণালয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গেল ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ কমে আসে। এদিকে কিছু কিছু ইউরোপীয় দেশ রুবলে গ্যাসের অর্থ প্রদানে অস্বীকার করলে সেসব দেশেও গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায়। অপরদিকে নর্ড স্ট্রিম ১ পাইপলাইনে একটি টারবাইন মেরামত নিয়ে বিরোধ শুরু হয়। এসব কারণে বিশ্ববাজারে গ্যাসের দাম বাড়তে থাকে।  

তারই ধারাবাহিকতায় ২০২২ সালে গ্যাজপ্রমের প্রতি ১ হাজার ঘনমিটার গ্যাসের দাম ৭৩০ ডলারের উঠে যাওয়ার পূর্বাভাস দিয়েছে রাশিয়া। গত বছর একই পরিমাণ গ্যাসের দাম ছিল ৩০৪ দশমিক ৬ ডলার। সে হিসাবে বছরের ব্যবধানে গ্যাসের দাম দ্বিগুণের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে দেশটির অর্থ মন্ত্রণালয় ধারণা করেছিল যে, প্রতি ১ হাজার ঘনমিটার গ্যাসের দাম ৫২৩ দশমিক ৩ ডলার হবে। কিন্তু বর্তমানে তা ৪০ শতাংশ বাড়িয়ে ৭৩০ ডলার হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

রাশিয়ার অর্থ মন্ত্রণালয় এক পূর্বাভাসে জানায়, গ্যাজপ্রমের পাইপলাইনের গ্যাসের রফতানি এ বছর ১৭০ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটারে নেমে আসবে। যেখানে গেল মে মাসেও ১৮৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস রফতানি হবে বলে ধারণা করা হচ্ছিল। এ তুলনায় ২০২১ সালেই ২০৫ দশমিক ৬ বিলিয়ন ঘনমিটার গ্যাস রফতানি করেছে দেশটি।  

যদিও তারা আসন্ন বছরগুলোয় গ্যাস রফতানির পরিমাণ কমে আসবে বলে ধারণা করছে, তবে এ বিষয়ে দেশটির মন্ত্রণালয়টি কোনো ব্যাখ্যা দেয়নি। 
 

এই বিভাগের আরও খবর