‘তেলের মূল্যবৃদ্ধি সাময়িক, বিশ্বে কমলে আবারও সমন্বয়’
-1660672667.jpg)
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হলে দেশেও কমানোর বিষয়ে ফের আশ্বাস দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, 'দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি খুবই সাময়িক। বিশ্ববাজারে দাম নিম্নমুখী হলে আবারও সমন্বয় করা হবে।'
বিদ্যুৎ ও জ্বালানির দাম সরকার সবার সহনীয় পর্যায়ে রাখতে চায় বলেও মন্তব্য করেন নসরুল হামিদ।
দেশে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতির ওপর বৈশ্বিক প্রেক্ষাপটের প্রভাব তুলে ধরে নসরুল হামিদ বলেন, 'সারাবিশ্বেই এখন অস্থির অবস্থা বিরাজ করছে। যা গত ছয় মাস আগেও ছিল না।'
প্রতিমন্ত্রী বলেন, 'বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছিল, তাতে সারাবিশ্বের সব দেশ নিরবচ্ছিন্নভাবে জ্বালানি দিতে পারেনি। এ ঊর্ধ্বমুখীর কারণে বিশ্বে মন্দাভাব দেখা দিয়েছে। ফলে প্রতিটি দেশেই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। বাংলাদেশও তার বাইরে নয়।'
এসময় সবাইকে কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানিয়ে নসরুল হামিদ বলেন, 'সবাই একটু ধৈর্য ধরলে এ অবস্থা থেকে শিগগিরই আমরা বের হতে পারব।’