img

বরিশালে মেঘনা নদীতে ৩ হাজার ৭২০ বস্তা চিনিসহ এমভি ফারহান ফাহিম নামে মালবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

বুধবার (১০ আগস্ট) ভোরে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কাইসমা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে এ সময় কেউ হতাহত হয়নি।


জানা গেছে, মঙ্গলবার দুপুরে সোনারগাঁও এলাকার মেঘনা মিল থেকে চিনি বোঝাই করে ট্রলারটি ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। বুধবার ভোরে মেঘনা নদীতে সেটি ডুবে যায়।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ চন্দ্র দে  জানান, ভোরে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কাইসমা সংলগ্ন মেঘনা নদীতে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারের সুকানিসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়। ডুবে যাওয়া ট্রলার থেকে মাত্র ৩০০ বস্তা চিনি উদ্ধার করা গেছে।

 

এই বিভাগের আরও খবর