img

হযরত শাহজালাল (রাহ.) বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক প্রবাসীর সঙ্গে অশোভন আচরণ এবং চড় মারার অভিযোগে কাস্টমস কর্মকর্তা সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) তার সাময়িক বরখাস্তাদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার সানোয়ারুল কবীর।

সানোয়ারুল কবীর বলেন, তার (সোহেল রানা) বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

গত শুক্রবার (৫ আগস্ট)  রাত সোয়া ১২টায় মালিন্দো এয়ারে শাহজালাল (রাহ.) বিমানবন্দরে নামেন কিশোরেগঞ্জের এক ব্যক্তি। এ সময় তাকে তল্লাশির নামে হয়রানি ও চড় মারার অভিযোগ ওঠে সোহেল রানার বিরুদ্ধে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ওই ব্যক্তিকে প্রথমে কাস্টমস জোনে জিজ্ঞাবাবাদ করেন সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার গালে চড় মারেন। এরপর কাস্টমসের অন্যান্য কর্মকর্তা তাকে দীর্ঘসময় কাস্টমস ডেস্কে আটকে রেখে তার লাগেজ তল্লাশিও করেন। তবে কিছু না পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়।

সোহেল রানা ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন।

এই বিভাগের আরও খবর