img

প্রথমবারের মতো দেশে করোনাভাইরাস শনাক্তে আরটিপিসিআর কিট উদ্ভাবন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। এটিকে উৎপাদনের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

রোববার (৭ আগস্ট) রাজধানীর সায়েন্স ল্যাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিসিএসআইআর। প্রতিষ্ঠানটি জানায়, বিসিএসআইআরের বিজ্ঞানীদের দীর্ঘ এক বছরের গবেষণায় এ কিট উদ্ভাবন করা হয়েছে।

বর্তমানে আমদানি করা কিটে করোনাভাইরাস পরীক্ষায় ব্যয় হয় ৩ থেকে ৫ হাজার টাকা। বিসিএসআইআর জানায়, তাদের কিট দিয়ে পরীক্ষা করতে খরচ হবে ২৫০ টাকা। শুধু তাই নয়, করোনা শনাক্তকরণে বাজারে প্রচলিত কিটের চেয়ে নতুন এ কিটের ১০ গুণ বেশি সক্ষমতা রয়েছে বলেও দাবি তাদের।

অধিক সাশ্রয়ী এ নতুন কিটে রোগের উপসর্গ প্রকাশের আগেই ভাইরাসের উপস্থিতি জানা যাবে বলে জানিয়েছেন গবেষকরা।

বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক মো. আফতাব আলী শেখ বলেন, ‘দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পরীক্ষার জন্য বিপুলসংখ্যক কিট আমদানি করতে হয়েছে। কিন্তু আমাদের উদ্ভাবিত কিটের মাধ্যমে নমুনা পরীক্ষা করে সংক্রমণের বিষয়ে নিশ্চিত হতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘণ্টা। সেই সঙ্গে বিপুল অর্থও সাশ্রয় করা সম্ভব হবে।

 

এই বিভাগের আরও খবর