img

বাংলাদেশের সামনে ফের দুঃস্বপ্ন হয়ে হাজির হয়েছেন সিকান্দার রাজা। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে টাইগারদের পরাজয় উপহার দেওয়া রাজা দ্বিতীয় ওয়ানডেতেও করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সেঞ্চুরি হাঁকিয়েছেন রেজিস চাকাভাও। দুজনের সেঞ্চুরিতে জয়ের পথে জিম্বাবুয়ে।

রোববার (৭ আগস্ট) দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য ২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪৯ রানেই চার উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় কাঁপছিল স্বাগতিক জিম্বাবুয়ে। তবে পঞ্চম উইকেট জুটিতে চাকাভা-সিকান্দার রাজার দুর্দান্ত পার্টনারশিপ ম্যাচে ফেরায় তাদের। এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ  ৪৩.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৫২ রান। 

এরই মাঝে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন দারুণ ফর্মে থাকা সিকান্দার রাজা। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি । তার ইনিংসে আছে ৭ চার ও ৪ ছয়ের মার। 
 

সেঞ্চুরি করেছেন চাকাভাও। দারুণ বিস্ফোরক ব্যাটিংয়ে মাত্র ৭৪ বলে করেন ১০২ রান । তার ইনিংসে আছে ১০ চার ও ২ ছয়ের মার। হাসান মাহমুদের বলে ছয় হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে সেঞ্চুরির পরেই মেহেদী মিরাজের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ৪১ বলে ৪০ রান।

এর আগে নিজের দ্বিতীয় ওভারে মাহমুদ ফিরিয়েছেন ইনোসেন্ট কাইয়াকেও। ৭ রান করে আউট হয়েছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে তাদের সংগ্রহ ১৩ রান। ক্রিজে রয়েছেন মারুমানি ও ওয়েসলে মেধেভেরে।

আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে বাংলাদেশ। রোডেশীয়দের বিপক্ষে হাফসেঞ্চুরি করে নিজের উইকেট বিলিয়ে দেন তামিম। তানাকার বলে মিড উইকেটে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন কাইতানোর হাতে। ওয়ানডে ক্যারিয়ারে তামিমের এটি ৫৫তম হাফ সেঞ্চুরি। তামিমের আউটের পর বিজয়ও রানআউট হয়ে সাজঘরে ফেরেন। তিনি করেন ২০ রান।

তামিম-বিজয়ের উইকেট হারিয়ে ফেলার ধাক্কাটা সামলান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম মিলে। তারা দুজনে গড়েন ৫০ রানের জুটি। মিস্টার ডিপেন্ডেবল ২৫ রানে আউট হন মেধেভেরের বলে। নাজমুল হোসেন শান্তকেও আউট হন মেধেভেরে। ফিরে যাওয়ার আগে ৫৫ বলে ৩৮ রান করেন শান্ত।

ভুগতে থাকা বাংলাদেশের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন আফিফ হোসেন ধ্রুব। বলতে গেলে মিডল অর্ডারে টাইগাররা যে সংগ্রহ পায় তার সিংহভাগই আসে তার ব্যাট থেকে। আফিফ আউট হন ৪১ বলে ৪১ রান করে। বিপরীত প্রান্তে রিয়াদ থাকলেও তিনি ব্যাট করেন মন্থর গতিতে। তবে রিয়াদ শেষ দিকে কিছুটা হলেও নিজের ইনিংস মেরামত করতে সক্ষম হন। ৮৪ বলে তিনি করেন ৮০ রান।

বাকিদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ১৫, তাইজুল ইসলাম ৬, তাসকিন আহমেদ ১ ও শরিফুল ইসলাম ১ রান করেন। জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নেন সিকান্দার রাজা। ওয়েসলে মেধেভেরে নেন ২ উইকেট। একটি উইকেট পান তানাকা চিভাঙ্গা।

এই বিভাগের আরও খবর