img

বিশ্বব্যাপী বাড়ছে মূল্যস্ফীতি, বৈদেশিক বাণিজ্যে বাড়ছে ডলারের দাম। এরই প্রেক্ষিতে সম্প্রতি কয়েক দফায় বাড়িয়ে ডলারের বর্তমান দাম ৯৪.৭০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

তাতেও কাটেনি ডলার সংকট। আমদানি ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে বাণিজ্যিক ব্যাংক, মানি এক্সচেঞ্জ মার্কেটে বিক্রি হচ্ছে ইচ্ছেমতো দামে।

ঠিক এমন এক সময় বৃস্পতিবার (৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর আবদুর রউফ তালুকদার জানান, বৈদেশিক এই মুদ্রার দাম নির্ধারণের ভার মার্কেটের ওপরই ছেড়ে দিতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

ডলারের দাম বাড়ার কারণ হিসেবে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদহার বাড়ানোর কারণে বিভিন্ন দেশ থেকে সেখানে গিয়ে ডলার জমা হচ্ছে বলেও জানান তিনি।


শিগগিরই ডলারের বাজারে স্থিতিশীলতা ফিরবে বলেও আশার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বেশ কিছুদিন ধরেই ব্যাংকখাতের বিশেষ আলোচনা ঋণের বিপরীতে সুদহারের সীমা তুলে দেয়া। তবে গভর্নর জানিয়ে দিলেন, এখনই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। অপেক্ষায় রয়েছে একটি ভালো সময়ের।

তিনি জানান, বাজারে টাকার সরবরাহ বাড়লেই কমে আসবে ঋণের বিপরীতে সুদহারের সীমা তুলে দেয়ার দাবি।

এই বিভাগের আরও খবর