বলিউডে কাজলের তিন দশক
-1659288059.jpg)
বলিউড ইন্ডাস্ট্রিতে তিন দশক কাটিয়ে ফেললেন কাজল। নানা চড়াই উতরাই পার হয়ে বলিউডে এই নামটি এখন বেশ শক্তপোক্ত। কোনো ‘গড ফাদার’র ছায়ায় নয়। নিজের অভিনয় দিয়েই অবস্থান গড়েছেন এ শ্যামবরণ সুন্দরী।
৩১ জুলাই ১৯৯২, বড়পর্দায় মুক্তি পেয়েছিল নায়িকার প্রথম সিনেমা ‘বেখুদি’। ডেবিউ ফিল্মে সেইভাবে নজর কাড়তে না পারলেও পরের বছরই শাহরুখের সঙ্গে জুটি বেঁধে কাজল অভিনয় করলেন 'বাজিগর' সিনেমায়।
বিখ্যাত সেই সিনেমার বিখ্যাত গান 'বাজিগর' ।
৯০ দশকের অন্যতম বিখ্যাত সেই সিনেমার পর 'কুছ কুছ হোতা হ্যায়' কিংবা 'কভি খুশি কভি গম'। শাহরুখ কাজলের একের পর এক সফল সিনেমা। বলিউডের অন্যতম সফল জুটি হয়ে উঠল শাহরুখ ও কাজল।পরপর ক্য়ারিয়ারে একের পর এক ব্লকবাস্টার হিট ছবি।আর ঘুরে দেখতে হয়নি কাজলকে। শুধু শাহরুখ নন স্বামী অজয়ের সঙ্গেও বহু হিট ছবিতে অভিনয় করেছেন কাজল। সেই তালিকায় রয়েছে হালচাল, ইশক কিংবা পেয়ার তো হোনা হি থা-র মতো বক্সঅফিস হিট ছবি।
ধীরে ধীরে সেই মিষ্টি হাসির, চঞ্চল মেয়েটি হয়ে উঠলেন সেই সময়কার হিট নায়িকা। তবে বর্তমানে ততটা নিয়মিত নন কাজল। শেষ তাকে দেখা গেছে ২০১৫ সালে 'দিলওয়ালে' সিনেমায়। সেখানেও নায়ক শাহরুখ খান। বেশ সাড়া ফেলেছিল সেই সিনেমা। সেই সিনেমার 'গেরুয়া' গানটি হয়েছিল সে বছরের হিট একটি গান।
৩১ জুলাই জনপ্রিয় এই নায়িকার বলিউড ডেবিউয়ের ত্রিশ বছর পূর্তি। স্বামী অজয় দেবগন বলেছেন, তার স্ত্রীর এটা শুরু মাত্র। আগামি দিনে আরও অনেক মাইলস্টোন, ছবি ও মেমোরি ছোঁয়া বাকি রয়েছে কাজলের।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া