img

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার ছোট গ্রাম মিলডুরায় বাসিন্দারা আতঙ্কে ছিলেন বেশকিছু দিন। কারণ তারা অনুভব করেছিল ভিনগ্রহীদের অস্তিত্ব।

ভিনগ্রহীদের অস্তিত্বের কথা এমনি এমনি অবশ্য বলা হচ্ছে না। এর অবশ্য জোরালো একটি কারণ রয়েছে। ওই গ্রামের আকাশ নাকি মুহূর্তেই গোলাপি রঙে ঢেকে গেছে। কেন আকাশের রঙে পরিবর্তন এলো এর জন্য অবশ্য স্থানীয়রা এখানে ভিনগ্রহীদের আনাগোনাকে দায়ী করেছে।

মূলত ঘটনাটি কিন্তু অন্য। এখানকার আকাশ গোলাপি হওয়ার পেছনে রয়েছে গাঁজা চাষের হাত। বিশাল এলাকা জুড়ে এখানে গাঁজা চাষ হয়ে থাকে। সেখান থেকেই নাকি এই আলোর উৎপত্তি।

কিন্তু কীভাবে? স্থানীয় গাঁজা চাষীদের থেকে জানা যায়, ভালো গাঁজার চাষের জন্য নাকি বিশেষ ধরনের আলো লাগে। যেমন, গাঁজা গাছের বৃদ্ধির জন্য এবং ফুল আসার সময়ে লাল আলোর ব্যবহার করা হলে চাষ ভালো হয়। আর এ কারণেই গাঁজা চাষের জমিতে এ ধরনের আলো ব্যবহার করা হয়।

এ তথ্যের সত্যতা শিকার করেছে স্থানীয় ওষুধ সংস্থা ক্যান গ্রুপ। তবে আসল তথ্য ভাইরাল না হয়ে অস্ট্রেলিয়াবাসীর ভিনগ্রহীর গুঞ্জনই নেটদুনিয়ায় বেশি ভাইরাল হয়েছে বলা যায়।

সূত্র: এবিপি লাইভ

এই বিভাগের আরও খবর