img

বিশ্বে আবারও করোনা মাথাচাড়া দিয়ে উঠেছে। ভারতে দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। এর মধ্যেই ইসরাইলের এক বিজ্ঞানী দাবি করেছেন, ভারতের পশ্চিমবঙ্গসহ ১০ রাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন বিএ.২.৭৫ দেখা দিয়েছে। খবর ইন্ডিয়া টুডে।

ভারতে এখন দিন দিন লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন সেখানে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। ভারতে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ১৩৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৫৬৪ জনে। দেশটিতে বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে ১ লাখ ১৩ হাজার ৮৬৪ জন।

এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর দাবি করলেন ইসরাইলের এক বিজ্ঞানী। পশ্চিমবঙ্গসহ দেশের ১০টি রাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন বিএ.২.৭৫ ধরা পড়েছে বলে দাবি করেছেন সেই বিজ্ঞানী।

ইসরাইলের শেবা মেডিক্যাল সেন্টারে সেন্ট্রাল ভাইরোলজি ল্যাবরেটরিতে কর্মরত শে ফ্লেইশন টুইটারে লিখেছেন, ‘সাতটি দেশ ও ভারতের ১০টি রাজ্যে ৮৫টি সিকোয়েন্স পাওয়া গেছে। তবে ভারতের বাইরে নতুন প্রজাতিতে সংক্রমণের খবর মেলেনি।’
 


এর পরেই নড়েচড়ে বসে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের ধারণা নতুন ধরন বিস্তার লাভ করতে পারে। এর দাপট কেমন হতে পারে, এ প্রসঙ্গে ইসরাইলের বিজ্ঞানী বলেন, এত শিগগিরই এ ব্যাপারে বলা যাবে না। তবে এই প্রজাতিকে ঘিরে উদ্বেগ রয়েছে। জিনোমিক ডেটা প্ল্যাটফর্ম ‘নেক্সটস্ট্রেনে’র দাবি, ভারত ছাড়াও আরও সাতটি দেশে এই নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) শীর্ষ বিজ্ঞানী সমীরণ পণ্ডা এক সংবাদমাধ্যমকে জানান, ‘ভাইরাস যেহেতু রয়েছে, ফলে নতুন প্রজাতির সংক্রমণ ঘটবেই। ভাইরাসের রূপ বদল হতেই থাকে। এতে অস্বাভাবিকতা কিছু নেই।’

সরকারি হিসাবে, দেশটিতে দৈনিক সংক্রমণের হার ৪ দশমিক ৮৫ শতাংশ রেকর্ড করা হয়েছে। সাপ্তাহিক সংক্রমণের হার ৩ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে চলতি গ্রীষ্মে ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ বাড়বে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত জুনে করোনা সংক্রমণ তিন গুণ বেড়েছে উল্লেখ করে দেশগুলোকে পরিস্থিতি পর্যবেক্ষণ করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এই বিভাগের আরও খবর