img

নেত্রকোনার কেন্দুয়া হাওড়ে বন্যার পানিতে পড়ে যাওয়া ৭ বছরের শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে জুলেখা বেগম (৩২) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) সকালে এ ঘটনা ঘটে। মৃত জুলেখা বেগম উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।

খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মাহমুদা বেগম ও নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সারোয়ার জাহান কাউসার প্রমুখ।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার সকালে বন্যার পানিতে বেড়ানোর জন্য জুলেখা বেগম, নাজমুন্নাহার ও সন্তানদের নিয়ে ৫ জন মিলে ডিঙ্গি নৌকাযোগে জুড়াইল হাওড়ে যান।

তিনি বলেন, ‘এ সময় জুলেখা বেগমের কন্যা তানজিনা (৭) ডিঙ্গি নৌকা হতে পানিতে পড়ে গেলে নৌকা ডুবে যায়। সন্তানকে বাঁচাতে মা পানিতে ঝাঁপিয়ে পড়েন। পরে সন্তানকে উদ্ধার করতে পারলেও জুলেখা বেগম পানিতে ডুবে যান। তাকে স্বজনরা মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।’

তিনি আরও জানান, জুলেখা বেগমের স্বামী ঢাকা থেকে রওনা হয়েছেন। বাড়িতে এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর