img

করোনাকালের দুই বছর পর এবার হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরব আসতে শুরু করেছেন মুসল্লিরা। গতকাল শনিবার (৪ জুন) চলতি হজ মৌসুমের প্রথম কাফেলা হিসেবে ইন্দোনেশিয়া থেকে হজযাত্রীরা সৌদি আরবের মদিনায় পৌঁছেছেন। প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কাফেলাটি অবতরণ করে। এ সময় হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে আগত হজযাত্রীদের অভ্যর্থনা জানানো হয়।

বিশ্বের সর্বাধিক হজ পালন করা দেশ হিসেবে ইন্দোনেশিয়া থেকে এবার হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন এক লাখ ৫১ জন। এর মধ্যে আজ প্রথম দিন হজ পালনে মদিনায় পৌঁছেছেন ৩৫৪ জন। আজ ৫ জুন ও আগামীকাল হয় ৬ জুন ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকেও হজযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অভ্যর্থনা বিষয়ক আন্ডার সেক্রেটারি মুহাম্মদ আল বাইজাবি বলেন, ‘করোনা মহামারির কারণে দুই বছর পর্যন্ত বিদেশি হজযাত্রীদের আগমন বন্ধ ছিল। এ বছরের হজের প্রথম দলকে অভ্যর্থনা জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ’

সূত্র : আখবার টোয়েন্টিফোর ও খালিজ টাইমস

এই বিভাগের আরও খবর