img

হিলি স্থলবন্দরে টানা তিন মাস বন্ধের পর আবারও রেলপথে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে।

হিলির রেনু কনস্ট্রাকশন নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের বিহার রাজ্য থেকে এসব গম আমদানি করছে।
 

রেলপথে আমদানিকৃত এসব গম ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
 

আমদানির ফলে কমেছে গমের দাম। কেজিতে ১০ টাকা কমে ৪১ টাকা কেজির গম বিক্রি হচ্ছে ৩১ টাকা কেজি দরে।
 

হিলি রেলওয়ে স্টেশনের তথ্য মতে, রোববার (৫ জুন) সকাল সাড়ে ১০ টায় ভারত থেকে দিনাজপুরের বিরল রেলপথ দিয়ে ৪২টি ওয়াগনে ২ হাজার ৪৫৭ মেট্রিক টন গম হিলি রেলস্টেশনে এসেছে। যা থেকে সরকার রাজস্ব (ভাড়া বাবদ) পেয়েছে ৯ লাখ ৪৮ হাজার ২৪০ টাকা।আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান, দেশের বাজারে চাহিদা থাকায় ভারতের বিহার রাজ্য থেকে এসব গম আমদানি হচ্ছে। খরচ কম ও পণ্যজট না থাকায় রেলপথে গম আমদানি আগ্রহ বাড়ছে। দ্রুত এসব গম খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর