img

ভারতের জনপ্রিয় সংগীত তারকা কেকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) দুপুর দেড়টার দিকে মুম্বাইয়ের ভারসোভা এলাকার মুক্তিধাম শ্মশানে নিয়ে যাওয়া হয় কেকের মরদেহ। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। কেকের ছেলে নকুল কৃষ্ণ কুন্নাথ শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এদিকে কেকের মারা যাওয়ার পর আবারও খুলেছে পশ্চিমবঙ্গের নজরুলমঞ্চের দরজা। মঞ্চে গান গাইলেন অনুপম রায়। এ সময় কেকের গাওয়া ‘পল’ গানটি গেয়ে তাকে সম্মান জানান তিনি।

গত ৩১ মে কেকে মারা যান। এরপর থেকেই মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নজরুলমঞ্চ। আলোচনা- সমালোচনা আর অভিযোগের পাহাড় উঠেছে। বলা হচ্ছে, নজরুলমঞ্চের অব্যবস্থাপনা, অতিরিক্ত ভিড় আর এসি ঠিক করে কাজ না করার কারণেই মারা গিয়েছেন কেকে। সেই নজরুলমঞ্চেই শুক্রবার (৩ জুন) শো করলেন অনুপম রায়।

এদিন মঞ্চে উঠলেও অন্যদিনের মতো হাস্যোজ্জ্বল ছিলেন না অনুপম। শো শুরু করেন ‘আমি আজকাল ভালো আছি’ গান দিয়ে। গানের মাঝেই অনুপম শ্রদ্ধা জানান কেকে-কে। বলেন, ‘মনে পড়ে যাচ্ছে দুদিন আগের রাত। যখন হাসপাতাল পৌঁছে শুনলাম উনি আর নেই। আমরা সেই শিল্পীর জন্য নীরবতা পালন করতে পারি কি?’ অডিটোরিয়ামে উপস্থিত সব দর্শক সমর্থন জানান অনুপমকে। স্টেজের পর্দায় ভেসে ওঠে কেকের ছবি।

এক মিনিট নীরবতা পালনের পর অনুপম কেকের ‘পল’ গানটি গেয়ে সম্মান জানান প্রয়াত গায়ককে। আর সে সময় আবেগে ভেসে যায় পুরো নজরুলমঞ্চ।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

এই বিভাগের আরও খবর