img

চিলিতে শিক্ষার মান বৃদ্ধির দাবিতে বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাজধানী সান্তিয়াগোয় শিক্ষার্থীরা বিক্ষোভ করলে তাদের বাধা দেয় পুলিশ।

একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দমাতে জলকামান নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী।

শিক্ষাক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে শুক্রবার চিলির রাজধানী সান্তিয়াগোর রাস্তায় নেমে আসেন কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন তারা।

তবে বিক্ষোভকারীদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পাল্টা জবাবে পুলিশেকে লক্ষ্য করে ককটেল ছোড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। শুক্রবারের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম।

এরই মধ্যে গাড়িতে অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করতে তৎপরতা শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি বাজেট বাড়ানোর দাবিতে বামপন্থি প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক সরকারের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিক্ষোভে নেমেছেন দেশটির শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর