img

কুয়াশায় ঢেকে গেছে  অস্ট্রেলিয়ার সিডনি।

শুক্রবার সকালে তীব্র কুয়াশার কারণে শহরটির বাসিন্দাদের সাবধানতার সঙ্গে চলাচলের নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ। কুয়াশায় বেশকিছু ফেরি চলাচল বিঘ্নিত হয়।

কুয়াশায় ঢেকে গেছে উঁচু উঁচু ভবনগুলো। খালি চোখে দেখা যায় না দুরের কিছু। যার কারণে বিপাকে সাধারণ মানুষ। দৃশ্যটি অস্ট্রেলিয়ার ব্যস্ততম শহর সিডনির।

স্থানীয় সময় শুক্রবার সকালে সিডনি ও এর আশপাশের বেশকিছু শহরের বাসিন্দারা জেগে ওঠেন কুয়াশাচ্ছন্ন এক সকালে। কুয়াশার মাত্রা এতই ঘন যে আশপাশের উঁচু উঁচু ভবনগুলোও পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। 

এ অবস্থায় সবাইকে সাবধানতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছ।

দুর্যোগপূর্ণ এ আবহাওয়ার কারণে এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তবে, বেশকিছু ফেরি চলাচল বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে। তীব্র কুয়াশা থাকা সত্ত্বেও ওই দিনের কোনো ফ্লাইট বাতিল করেনি বিমান কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর