উজানের পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে টাঙ্গাইলে তলিয়ে গেছে শত শত একর বোরো ধান
-1653228343.jpg)
যমুনায় পানি বেড়েছে, টাঙ্গাইলে তলিয়ে গেছে শত শত একর বোরো ধান উজানের পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় টাঙ্গাইল সদর উপজেলার নদী তীরবর্তী এলাকার শত শত একর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা।
কয়েক দিনের টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে যমুনা নদির পানি ক্রমেই বাড়ছে। ফলে টাঙ্গাইল সদর উপজেলার নদী তীরবর্তী এলাকা গোলচত্তর ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় শতাধিক স্কিমের অধীনে রোপণ করা শত শত একর জমির ধান পানিতে তলিয়ে গেছে।
আধাপাকা ধান তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষক। হঠাৎ বন্যায় বেশিরভাগ ধান কাটতে পারেননি তারা। অন্যদিকে ওই এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। তলিয়ে যাওয়া জমির ধান কাটতে কৃষিশ্রমিকরা এখন ১৪শ’ থেকে ১৫শ’ টাকা মজুরি দাবি করছেন। ফলে চরম বিপাকে পড়ছেন কৃষকরা।
স্থানীয় কৃষকরা জানান, আদাপাকা ধান তলিয়ে গেছে এখন ধান কেটে গবাদিপশুকে খাওয়ানো ছাড়া আর কিছুই হবে না। এই ধান দিয়েই সারা বছর সংসার চলে। এ বছর ধান তলিয়ে যাওয়াও সংসার চালানো খুবই কষ্ট হবে।
কৃষি প্রণোদনাসহ সরকারি সহযোগিতা কামনা করছেন স্থানীয় কৃষকরা।