| 06 April, 2022
ভূমিকম্পে কেপে উঠলো চীন!
-1649238478.jpg)
চীনের সিচুয়ান প্রদেশের ইবিন শহরে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (৬ এপ্রিল) চায়না আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) এ তথ্য জানিয়েছে।
সংবাদসংস্থা চিনহুয়া জানিয়েছে, বুধবার বেইজিং সময় সকাল ৭টা ৫০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২৬ মার্চ দেশটির কিংহাই প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।
তার আগে গত জানুয়ারিতে দেশটির জনপ্রিয় পর্যটন শহর লিজিয়াংয়ে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। সে সময় অন্তত ২২ জন আহত হন।