img

নেদারল্যান্ড জাতীয় দলের কোচের পদে ফিরছেন বার্সেলোনা ও এভারটনের সাবেক কোচ রোনাল্ড কোম্যান। আগামী বছরের শুরুতেই ক্যান্সার আক্রান্ত লুই ফন গালের স্থলাভিষিক্ত হবেন নেদারল্যান্ডের হয়ে ২০১৮-২০ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করা কোম্যান। মেসি-স্টেগান-ডি ইয়ংদের কোচিং করাতে ২০২০ সালে তিনি নেদারল্যান্ডের কোচের পদ ছেড়ে দিয়ে বার্সায় যোগ দিয়েছিলেন।

লুই ফন গাল ক্যান্সার শনাক্ত হওয়ার পর রয়াল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে ২০২২ কাতার বিশ্বকাপের পর আর কোচের দায়িত্ব পালন করবেন না ফন গাল। তার জায়গায় দায়িত্ব ফিরবেন বার্সেলোনার কোচের দায়িত্ব নিতে জাতীয় দলের কোচের পদ ছেড়ে দেওয়া রোনাল্ড কোম্যান।

৫৯ বছর বয়সী কোম্যান বার্সা ও এভারটন ছাড়াও আয়াক্স, সাউদাম্পটনসহ বেশ কিছু ক্লাবের কোচের ভূমিকা পালন করেছেন। গত অক্টোবরে বার্সার কোচের দায়িত্ব থেকে অপসারিত হবার পর থেকে বেকার জীবনই যাপন করছিলেন বার্সেলোনা ও আয়াক্স কিংবদন্তি। ২০২৩ এর শুরুতেই আবার ফুটবলের মাঠে ফিরছেন তিনি।

বুধবার রয়াল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের ঘোষণার প্রতিক্রিয়ায় কোম্যান জানান, 'আমি নতুন গাঁটছড়ার জন্য মুখিয়ে আছি। দেড় বছরের কিছু বেশি সময় আগে, অসন্তোষের সঙ্গে ডাচ জাতীয় দলকে ছেড়ে যাওয়া সঠিক ছিল না।'

তিনি আরও বলেন, 'আমার অবস্থানটা ভালো দেখাচ্ছিল, ফল ভালো আসছিল এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্লিকও করছিল দল। আমরা খুব শীঘ্রই সেই পথেই আবার হাঁটব। এটা আমার জন্য নির্ধারিত।'

কেএনভিবি এর ফুটবল ডিরেক্টর মারিয়ানে ভ্যান লুয়েন যোগ করেন, আমরা অনেক খুশি যে, রোনাল্ড আগামী বছর ফিরছেন। জাতীয় দলের কোচ হিসেবে তার আগের মেয়াদে তার কাজ ও ফল নিয়ে আমরা খুব সন্তুষ্ট ছিলাম।'

ফন গালের ক্যান্সার আক্রান্তের খবর প্রকাশের পর রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন দ্রুতই তার উত্তরসূরি খুঁজে নিয়েছে। ৭০ বছর বয়সী ফন গাল প্রোস্টেস্ট ক্যান্সারে ভুগছেন। তার নিয়মিত রেডিও থেরাপি নিতে হচ্ছে। ক্যান্সার বেশ জটিল অবস্থায় থাকায় তার এই অসুস্থতা যে সাময়িক নয় তা নিশ্চিত। তাই দীর্ঘ মেয়াদে দলের কোচ হিসেবে কোম্যানই তাদের প্রথম পছন্দ।

বিশ্বকাপ পর্যন্ত অবশ্য ফন গালই  কোচের দায়িত্বে থাকছেন।

এই বিভাগের আরও খবর