img

আম্পায়ারিং ও স্লেজিং নিয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে যে খবর গণমাধ্যমে প্রচার হয়েছে, সেটা ঠিক নয় বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ দল থেকে জানানো হয়, 'অধিনায়কের রিপোর্টে যা থাকে, স্বাভাবিক প্রক্রিয়া মেনে তাই করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে বাংলাদেশের হারের চেয়েও বড় আলোচনার জন্ম দিয়েছে স্বাগতিকদের স্লেজিং। একই ম্যাচে আবার অভিযোগ আছে আম্পায়ারদের ভূমিকা নিয়েও। ডারবান টেস্টে ঘটে যাওয়া এসব অনিয়ম নিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর বিষয়টি সোমবার (০৪ এপ্রিল) ক্রিকইনফোকে নিশ্চিত করেছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ওয়ানডে সিরিজের আম্পায়ারিং নিয়ে এরই মধ্যে অভিযোগ জানিয়েছি আমরা। শুরুতে ম্যাচ রেফারি আমাদের ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে বাজে আচরণও করেছিল, তবে লিখিত অভিযোগ পাওয়ার পর নরম হয়েছে। এ টেস্ট ম্যাচ নিয়েও আনুষ্ঠানিক অভিযোগ জানাব আমরা।’ তবে এবার শোনা গেল উল্টো সুর। 

এর আগে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দলের ক্রিকেটারদের দ্বারা বাজে অ্যাবিউজের শিকার হয়েছেন বলে সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। এ বিষয়ে মুমিনুল বলেন, স্লেজিং তো হয় মাঠে। স্লেজিং হবে, এটা স্বাভাবিক। স্লেজিং যদি মাঝেমাঝে অ্যাবিউজের জায়গায় চলে যায়, তখন এটা খুব খারাপ। আমার কাছে মনে হয়, ওরা অ্যাবিউজ করছিল, খুব বাজেভাবে। আমার কাছে মনে হয় আম্পায়ারও জিনিসগুলো ওইভাবে ওদের খেয়াল করেননি।

এদিকে মাঠে থাকা আম্পায়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন জালাল ইউনুস। তিনি বলেন, জয় যখন ব্যাটিং করতে গেল, ওরা ঘিরে ধরেছিল তাকে। কিছু বলছিল। সে জুনিয়র খেলোয়াড় বলে জবাবে কিছু বলতে পারেনি। এটা নিন্দনীয়। তবে স্লেজিং নিয়ে যখনই আম্পায়ারদের কাছে অভিযোগ করেছি আমরা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বদলে বরং আমাদের খেলোয়াড়দেরই সতর্ক করেছেন আম্পায়াররা।

এরপর তিনি যোগ করেন, অবশ্যই দুই দলের দিক থেকেই স্লেজিং হয়েছে, তবে তারা শুরু করেছিল এটি। আম্পায়ারদের কাছে অভিযোগও করেছি আমরা। এটা গ্রহণযোগ্য নয়। আমরা এর প্রতিবাদ জানাই। আম্পায়ারের সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে, কিন্তু অবশ্যই নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনা উচিত আইসিসির।

নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনার দাবি তুলেছেন মুমিনুলও, আমার মনে হয়, আইসিসির উচিত, এটা নিয়ে চিন্তাভাবনা করা। নিরপেক্ষ আম্পায়ারিং আবার ফিরিয়ে আনা উচিত। কোভিডের আগে যেমন ছিল, তেমন। কোভিডের কারণে মাঝে হয়নি। এখন তো কোভিড নিয়ন্ত্রণে আছে। শুধু এই সিরিজে নয়, অনেক সিরিজেই এমন ঘটেছে।

 

এই বিভাগের আরও খবর