img

ব্যাচেলর পয়েন্টের কাবিলা চরিত্রকে জীবন্ত করে ফুটিয়ে তুলেছেন জিয়াউল হক পলাশ। মানুষ এখন পলাশকে কাবিলা নামেই বেশি চেনেন। ব্যাচেলর পয়েন্ট ছাড়াও বিভিন্ন জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।

ব্যাচেলর পয়েন্ট ছাড়াও বিভিন্ন জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি একটি বিজ্ঞাপন নির্মাণের সময় কথা হয় তার সাথে। এ সময় তিনি জানান, অনেকদিন ধরেই বিজ্ঞাপন ও নাটক বানাচ্ছেন। তবে অনেক আগে থেকেই সিনেমা বানানোর ইচ্ছা জিয়াউল হক পলাশের।

ব্যাচেলর পয়েন্টের কাবিলা চরিত্রটিকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছেন পলাশ। অভিনয় দক্ষতার পাশাপাশি নির্দেশক হিসেবেও সমান দক্ষতা রয়েছে জিয়াউল হক পলাশের। অবশ্য এই অভিনেতা কর্মজীবন শুরু করেন পরিচালক হিসেবে। তিনি প্রায় দুই বছর মোস্তফা সরোয়ার ফারুকীর সঙ্গে কাজ করেন।

বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের পাশাপাশি সহকারি নির্দেশকও তিনি। এছাড়াও তিনি 'এক্স বয়ফ্রেন্ড', 'এক্স গার্লফ্রেন্ড', 'ব্যাচেলর ঈদ', 'ব্যাচেলর ট্রিপ', 'মি অ্যান্ড ইউ', 'ইনকমপ্লিট', 'মুঠোফোন'সহ আরো অনেক নাটকে অভিনয় করেছেন। 

এই বিভাগের আরও খবর