img

টালিপাড়ায় বর্তমানে বহুল চর্চিত বিষয় ঋতুপর্ণার বিমান বিতর্ক। বোর্ডিংয়ের সময় থেকে ৪০ মিনিট দেরি হওয়ায় বারবার অনুরোধ করেও বিমানে উঠতে পারেননি টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রীর এমন অভিযোগে সরব ছিল গোটা টালিপাড়া।

 

বিমান বিতর্কের ঘটনার তিন দিন পর বিমান সংস্থা টুইট করে ক্ষমা চাইল ঋতুপর্ণার কাছে। টুইট করে লেখা হয়: ‘আপনার অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। আপনার সুবিধামতো সময় বললে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করে কথা বলে নেব।’

বিমান সংস্থার টুইটটির ছবি তুলে উত্তরে ঋতুপর্ণা লেখেন: ‘ক্ষমা চাওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু বিমান ছাড়ার ২৫ মিনিট হওয়ার আগেই বোর্ডিং গেট বন্ধ করে দেওয়া উচিত নয়। তাতে যাত্রীদের সঙ্গে সংস্থাকেও সমস্যা পোহাতে হয়। বিমানে উঠতে দেওয়া হয়নি বলে আমাকে আরও দুটি বিমান ধরে কাজে পৌঁছতে হয়। তার মধ্যে একটি কাজে উপস্থিত থাকতে পারিনি। শুধু আমার জন্য নয়, সহ-নাগরিকদের সুবিধার্থেই এই অনুরোধ করছি।’

ভারতীয় এক সংবাদমাধ্যমে ঋতুপর্ণা ঘটনার বিস্তারিত জানিয়ে বলেছিলেন, ‘আহমেদাবাদের বিমান ধরার জন্য যাত্রীদের গেট নং ১৯-এ বোর্ডিংয়ের সময় ভোর ৪টা ৫৫ দেওয়া হয়েছিল। আমি ৫টা ১০-এ গিয়ে পৌঁছাই। তখন আমাকে বলা হয়, বোর্ডিং গেট অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে এবং আমাকে দেখতে না পেয়ে নির্দিষ্ট সময়ে নাকি আমার নামও ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা নাকি আমাকে ফোনও দিয়েছে। কিন্তু এটা একদমই মিথ্যা কথা। আমি কোনো ফোন পাইনি।’

তিনি আরও বলেন, ‘আমার শুটিং ছিল। যেতে না পারলে শুটিং বন্ধ হয়ে যাবে। টানা ৪০ মিনিট আমি তাদের অনুরোধ করেছি। কিন্তু তারা কেউ আমার সমস্যা বুঝতেই চাইল না।’ এসব বলার সময় কষ্টে কেঁদে ফেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

 

 

 

এই বিভাগের আরও খবর