img

হ্যাকাররা গুগলের নিরাপত্তাকে বাইপাস করে আপনার ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে দেয়। এগুলো ইউজারের ফোনে থাকা ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড চুরি করতে থাকে। সম্প্রতি গুগল প্লে স্টোরে টিবট (TeaBot) নামে নতুন একটি ম্যালওয়্যার শনাক্ত করা হয়েছে। যেটি ইজারারের অজান্তে ফোনে থাকা নানা তথ্য হাতিয়ে নিচ্ছে।

 

টিবট (TeaBot) হল একটি অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার যা গুগলের অফিসিয়াল প্লে স্টোরের মাধ্যমে বাজারে ছড়িয়ে পড়ছে। সাধারণত গুগল এই ধরনের বিপজ্জনক অ্যাপের তথ্য পাওয়া মাত্রই সরিয়ে দেয়। কিন্তু এই অ্যাপটি চিনতে খোদ টেক জায়ান্টেরই অসুবিধা হচ্ছে।

 

নিরাপত্তা সংস্থা ক্লিফি বলছে, টিবট, কিউআর (QR) কোড ও বারকোড স্ক্যানার নামে একটি ক্ষতিকারক অ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

নতুন রূপে আসা টিবট ট্রোজান গত বছরের মে মাসে ধরা পড়া ট্রোজানের চেয়ে বেশি বিপজ্জনক। এটি এখন হোম ব্যাংকিং অ্যাপ্লিকেশন, বীমা অ্যাপ্লিকেশন, ক্রিপ্টো ওয়ালেট এবং ক্রিপ্টো এক্সচেঞ্জ কেলেঙ্কারির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি স্ট্রিমিং সফটওয়্যার ব্যবহার করেছে এবং ম্যালওয়্যার অ্যান্ড্রয়েডের অ্যাক্সেসিবিলিটি পরিষেবার অপব্যবহার করে ডিভাইসটি হ্যাক করছে। শুধু তাই নয় এতে হ্যাকাররা দূর থেকে স্ক্রিন নিয়ন্ত্রণ করতে পারে বলে জানা গেছে।

 

এই বিভাগের আরও খবর