‘চেষ্টা করছি মেলা যেন ৮ থেকে ৯ ঘণ্টা চলে’
২০২২ সালের অমর একুশে বইমেলার স্টল বরাদ্দের ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গতকাল বিকাল ৪টায় এ লটারি অনুষ্ঠিত হয়।
লটারি শেষে একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা তাঁর বক্তব্যে বলেন, এবার মেলায় যেহেতু প্রকাশকরা পূর্ণ এক মাস সময় পাচ্ছেন না- তাই আমরা চেষ্টা করছি মেলা যেন প্রতিদিন ৮ থেকে ৯ ঘণ্টা চলে সে ব্যবস্থা করতে।
অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, এবার প্রতিদিনই ছুটির দিনের মতো সকাল ১১টা থেকে মেলা শুরু হবে।এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল (৯ ফেব্রুয়ারি)।
বাংলা একাডেমির এই পরিচালক আরো জানান, এবার মোট ৪৬১টি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। তবে বিগত বছর মেলায় অংশ নিয়েছিল এমন অর্ধশতাধিক প্রকাশনী অংশ নিচ্ছে না।
প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মাসের শেষ দিন পর্যন্ত বইমেলা হয়ে থাকে। এবার করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ফেব্রুয়ারির ১৫ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। মেলা শেষ হবে ২৮ তারিখ। তবে প্রকাশক ও আয়োজকরা জানিয়েছেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে মেলার সময় বাড়তেও পারে।